মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
Published: 12th, March 2025 GMT
মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন শিশুটির চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক।
শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে আছে।
১ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।
শিশুটির চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, তার (শিশুটি) অবস্থা আরও জটিল হয়েছে। সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) ৩। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক মাত্রা হলো ১৫। জিসিএস ৩ অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়।
এই চিকিৎসক আরও বলেন, ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা ১১টায় হাসপাতালে নেওয়ার আগপর্যন্ত এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। এ কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলে মস্তিষ্কের এত ক্ষতি হতো না বলে মন্তব্য করেন চিকিৎসক।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সংকটাপন্ন শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন সার্জিক্যাল বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, প্লাস্টিক সার্জন, শিশু নিউরোলজি বিভাগ, অ্যানেসথেসিয়া, শিশু হৃদ্রোগ বিভাগ, শিশু বিভাগের সার্জন, ইউরোলজি বিভাগ, থোরাসিক সার্জন বিভাগের চিকিৎসকেরা।
শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো.
মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এর মধ্যেই দেশের আরও ছয় স্থানে শিশু-কিশোরীসহ নারীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স এমএইচ চ ক ৎসক অবস থ য় স র জন
এছাড়াও পড়ুন:
নিয়মিত বাহিনীকেই কার্যকর করতে হবে
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) যে ‘অক্সিলারি ফোর্স’ বা অতিরিক্ত বাহিনী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার কার্যকারিতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশকে সহায়তাকারী হিসেবে ৫০০ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আইন মোতাবেক পুলিশ বাহিনীর নিয়মিত সদস্যরা যে ক্ষমতা ভোগ ও দায়িত্ব পালন করেন, তাঁরাও সেটা করবেন। আবার পুলিশ কর্মকর্তারা আইনগতভাবে যে সুরক্ষা পান, সেটাও তাঁরা পাবেন।
অতিরিক্ত বাহিনী নিয়োগের আগে প্রশ্ন উঠবে আইনশৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনী আছে, তারা কতটা দায়িত্ব পালন করছেন? দেশে এখন যৌথ বাহিনীর অভিযান চলছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনীর সদস্যরাও জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আছেন। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক কেন?
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি সংস্থায় কাজ করছেন, এমন লোকদের ‘অক্সিলারি ফোর্সে’ নেওয়া হবে। তঁাদের প্রশিক্ষণ থাকলেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ নেই।
এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, ‘অক্সিলারি ফোর্স বলতে বোঝায় পুরো ফোর্স নয়, তবে আধা সরকারি ফোর্স, পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে।’ যুক্তরাজ্যসহ অনেক
দেশে এই ব্যবস্থা আছে। সেখানে বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স-১৯৭৬ ধারায় আছে, ডিএমপি কমিশনার যদি মনে করেন যেকোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। কিন্তু নিকট অতীতে এ ধরনের নিয়োগের কোনো দৃষ্টান্ত বাংলাদেশে নেই। এর ফলে এ উদ্যোগ কতটা কার্যকর হবে—তা একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। কোন প্রক্রিয়ায় এবং কাদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেটাও একটা বড় প্রশ্ন।
মূল কথা হলো, অতিরিক্ত বাহিনীর যে সংখ্যক সদস্য নিয়োগের কথা বলা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা মহানগরীর জনসংখ্যা ২ কোটি ৩২ লাখের বেশি। আর ডিএমপির লোকবল মাত্র ৩৪ হাজার। এর সঙ্গে ৫০০ সদস্যের সংযোজন কার্যত কোনো ফল দেবে না। ঢাকা শহরে যতগুলো শপিং মল ও মার্কেট আছে, সেগুলো পাহারা দেওয়ার জন্য এই সংখ্যা যথেষ্ট নয়।
ডিএমপি কমিশনার বিভিন্ন স্থানে টহল বাড়ানোর কথা বলছেন, আবার বাসায় ঈদে গ্রামের বাড়িতে গেলে অর্থ ও অলংকার নিজেদের দায়িত্বে রাখার কথা বলেছেন। আওয়ামী লীগ আমলে যাঁরা ডিএমপির কমিশনার ছিলেন, তাঁরাও একই রকম সদুপদেশ দিতেন। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষণীয় নয়।
অতএব, কেবল লোকদেখানো কিংবা সংখ্যা বাড়ানোর জন্য অতিরিক্ত বাহিনী নিয়োগ কতটা কার্যকর হবে, তা ভেবে দেখা প্রয়োজন। হঠাৎ করে আইনশৃঙ্খলার অবনতির পেছনে মব ভায়োলেন্স অনেকটা দায়ী। অথচ এ ক্ষেত্রে ডিএমপির তেমন সক্রিয়তা দেখা যায় না। তাঁরা সক্রিয় থাকলে কতিপয় ব্যক্তি আসামিকে ছাড়িয়ে নিতে থানা অবরোধ করতে পারতেন না।
রাজধানী ঢাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, যৌন হয়রানি ও মব সহিংসতার মতো অপরাধ ব্যাপকভাবে বেড়েছে। আসন্ন ঈদে এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা আছে। এই পরিস্থিতিতে যেকোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যেটা নতুন সমস্যা তৈরি করে বা প্রশ্ন তৈরি করে।