আমি আলোচনায় বসব না, আপনার যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
Published: 12th, March 2025 GMT
আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মধ্যে তেহরান কোনো আলোচনায় যাবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার যা খুশি তাই করুন।”
মঙ্গলবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) যেসব হুকুম ও হুমকি দিচ্ছে, তা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি আপনার (ট্রাম্প) সঙ্গে আলোচনাও করব না। আপনি যা খুশি তাই করুন।”
আরো পড়ুন:
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে রাজি ইউক্রেন
যুক্তরাষ্ট্রে মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না। তার এই মন্তব্য আসে একদিন পর, যখন ট্রাম্প জানান, তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসানোর জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করতে চান।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, ‘ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে। সামরিকভাবে, অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।
এদিকে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে। তবে, তারা ‘নাটকীয়ভাবে’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ত্বরান্বিত করছে, যা প্রায় ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি বলে সতর্ক করেছে আইএইএ।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শুবমান গিল ফেব্রুয়ারির সেরা খেলোয়াড়, নারীদের সেরা কিং
মনোনীত তিনজনের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তবে এই দুজনকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল।
মাসজুড়ে পাঁচটি ওয়ানডে খেলে গিল ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের সিরিজে টানা তিন ইনিংসেই গিলের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ ছাড়ানো ইনিংস। নাগপুরে ৮৭ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা গিল কটকে করেন ৬০ রান। এরপর আহমেদাবাদে ১১২ রান করেন মাত্র ১০২ বলে, ১৪টি চারের সঙ্গে মারেন ৩টি ছক্কাও। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া গিল হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজও।
আরও পড়ুনঅ্যান্ডি রবার্টসের কাছে আইসিসি মানে ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’৩ ঘণ্টা আগে
এরপর সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই দুর্দান্ত ফর্মটা ধরে রাখেন গিল, দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১০১ রান করে জেতান ভারতকে। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও করেন ৪৬ রান, জেতে ভারত।
এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন গিল, এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।