যমুনা ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন
Published: 12th, March 2025 GMT
বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ল অ্যান্ড রিকোভারি ডিভিশনে চিফ ল অফিসার (সিএলও) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি)/ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদমর্যাদার এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: চিফ ল অফিসার (সিএলও)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি থাকতে হবে। বার অ্যাট ল স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি থাকতে হবে। আইন পেশায় অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্বের পর্যায়ে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For Job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৫।
আরও পড়ুনইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন ৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর র
এছাড়াও পড়ুন:
কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: রিপন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “কিছু কিছু উপদেষ্টার মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্ম নিয়েছে। তারা বলে, জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো মিথ্যা কথা। মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এর (নির্বাচন) জন্যই মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, বিপ্লব হয়েছে। এর জন্যই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে।”
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, “জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়।”
আরো পড়ুন:
ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: বিএনপি
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা/রতন/মাসুদ