পাকিস্তানে সেই ট্রেন থেকে ১০৪ জিম্মি উদ্ধার, নিহত ১৬
Published: 12th, March 2025 GMT
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে অন্তত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছেন। খবর বিবিসির।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে।
বেলুচিস্তানের রেলওয়ে নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফ বলেছেন, নয়টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছে।
আরো পড়ুন:
পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সেনা নিহত
নির্ধারিত সূচির বাইরে বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সব যাত্রীকে উদ্ধারের জন্য একটি অভিযান শুরু করেছে।
অভিযানের সর্বশেষ তথ্য বলছে, নিরাপত্তা বাহিনী ১০৪ জন জিম্মিকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের নিরাপদে উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর ১৬ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।
নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার রাতভর নিরাপত্তা বাহিনীর অভিযানে বিএলএ কোনো হতাহতের কথা অস্বীকার করেছে। বরং ৩০ জন সেনাকে হত্যা করার দাবি করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেনি।
জিও নিউজের খবরে বলা হয়েছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এছাড়া এলাকার কঠিন ভূ-প্রকৃতি অভিযানকে আরও জটিল করে তুলছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সশস ত র গ ষ ঠ সদস য
এছাড়াও পড়ুন:
একঝলক (১২ মার্চ ২০২৫)
ছবি: তাফসিলুল আজিজ