বরগুনায় গুলিবিদ্ধ মদনটাক উদ্ধার করে জবাই ও মাংস ভাগাভাগির ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ ছয়জনের নামে বন প্রাণী ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা আকতারুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে বরগুনা সদর উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় একটি ফসলি মাঠের পাশে শিশুরা খেলছিল। এ সময় সেখানে ডানায় গুলিবিদ্ধ অবস্থায় একটি মদনটাক পাখি এসে বসে। শিশুরা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। পরে বদরখালী ইউপির সদস্য সাইফুল ইসলামসহ কয়েকজন পাখিটি উদ্ধার করেন। এর মাথা ও ডানায় আঘাতের চিহ্ন ছিল। পরে এলাকার লোকজন জড়ো হলে পাখিটি জবাই করে তাঁরা মাংস ভাগাভাগি করে নেন।

এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মদনটাক পাখিটিকে কে বা কারা জবাই করেছে, তা আমি জানি না। আমাকে বন বিভাগের লোকজন ডেকে নিয়ে গেছে ঘটনাস্থলে। এখন শুনি আমাকে পাখি হত্যা মামলার আসামি করা হয়েছে।’

সদর উপজেলার ভেটেরিনারি সার্জন বীথি দেবনাথ বলেন, ‘বন বিভাগের কর্মীরা মদনটাক পাখির জবাই করা কিছু অংশ আমাদের কাছে নিয়ে আসেন। পাখিটিকে কোনো পেশাদার শিকারি গুলি করেছেন। এর মাথায় গুলির চিহ্ন রয়েছে।’

আরও পড়ুনগুলিবিদ্ধ মদনটাক পাখি উদ্ধার করে জবাই, মাংস ভাগাভাগির অভিযোগ১০ মার্চ ২০২৫

বরগুনা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, পাখি জবাই করে মাংস ভাগাভাগি করার ঘটনায় থানায় বন প্রাণী ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

এর আগে সিবিএস নিউজ প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

পরবর্তীতে বিবিসি জানায়, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে সিবিএস নিউজ জানতে পেরেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে 

তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ছয়জন ভারতে ঢুকে ফিরলেন ৫ জন, কুটি মিয়ার কী হলো
  • নিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, ছয়জন নিহত