নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল শামী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪ শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে। এছাড়াও সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। 

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা সবাই প্রাইভেটকারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করে। প্রাইভেটকারে থাকা আরও ৪ জন গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এটি একটি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

জ্যোতির চমৎকার গায়কি মুগ্ধ করেছে: আসিফ

বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত তারকা আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে গান করতে। তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে অনেক নারী শিল্পী পেয়েছেন যশ-খ্যাতি। 

এবার আসিফ আকবর জুটি বাঁধলেন নতুন শিল্পী জ্যোতির সঙ্গে। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ‘তুমি শুধু তোমারই মতো’ শিরোনামের গানটি রচনা করেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেন মুশফিক লিটু।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। ভিডিওতে আসিফ আকবরের উপস্থিতিও রয়েছে।

আরো পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান

অভিষেকের অপেক্ষায় ডেবিড

নতুন সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, “জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একইসঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।”

আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি। তার ভাষায়, “নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এত চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ