গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যান উল্টে পৌর কর্মচারী ও ভ্যানচালক নিহত
Published: 12th, March 2025 GMT
বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারী ও ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, রাত সোয়া ১টার দিকে একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে গিয়ে ভ্যানের যাত্রী, গৌরনদী পৌর কর্মচারী মো.
দুর্ঘটনাস্থল থেকে ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ভ্যানযাত্রী মো. আব্দুর রাজ্জাক ঘরামি (৪৭) গৌরনদী পৌরসভার কর্মচারী। তিনি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল ঘরামি। নিহত অপর ভ্যানচালক স্বপন খানের (৫৬) বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সুরাত খানের ছেলে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ হাইওয়ে পুলিশ অজ্ঞাতনামা বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ র ঘটন গ রনদ উপজ ল
এছাড়াও পড়ুন:
পুলিশের নতুন লোগো
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এতে আছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে লেখা আছে ‘পুলিশ’ শব্দটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) নাসিমা বেগম স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে। তা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় আছে। এজন্য জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরবর্তীত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
ঢাকা/এমআর/রফিক