ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। ওআইসি পরিচালিত বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান। সেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদন চলছে।

২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। আবেদনকারীদের মধ্য থেকে শর্ট লিস্ট করে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

আইইউটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২ মে (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে আবেদনকারী প্রার্থীদের। এর মধ্যে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। ভর্তি পরীক্ষা হবে দুই ঘণ্টায় (সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা)। প্রশ্ন হবে ইংরেজিতে। প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.

২৫ করে নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষায় কোন পাস মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রোগ্রাম ও আসন কত—

১. বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), আসন ১২০;

২. বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), আসন ৬০;

৩. বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), আসন ১৮০;

৪. বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আসন ১২০;

৫. বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসডব্লিউ), আসন ৬০;

৬. বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), আসন ১২০;

৭. বিবিএ ইন টেকনোলজি ম্যানেজম্যান্ট (বিবিএ–টিএম), আসন ৬০;

৮. ব্যাচেলর অফ সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশন (বিএসসিটিই), আসন ৩০।

আরও পড়ুনদেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো২২ ঘণ্টা আগেভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

*ভর্তি আবেদন শুরু: ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বিকেল ৩টা থেকে

*আবেদন শেষ: ১৩ মার্চ, বৃহস্পতিবার, বিকেল ৩টায়।

*যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ৭ এপ্রিল, সোমবার, রাত ১১টা ৫৯ মিনিটে।

*ছবি আপলোড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১৭ এপ্রিল, বৃহস্পতিবার (বেলা ২টা) থেকে ২৩ এপ্রিল, বুধবার বিকেল ৫টা পর্যন্ত।

*অ্যাডমিট কার্ড ডাউনলোডজনিত সমস্যার সমাধান: ২৩ থেকে ২৪ এপ্রিল, (সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত)।

*ভর্তি পরীক্ষা: ২ মে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

*মেধা তালিকা প্রকাশ: ৫ মে, সোমবার।

***বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট মিলবে বিস্তারিত তথ্য

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৬টি ভাষা কোর্সে ভর্তি, দেখুন খুঁটিনাটি১৯ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনকৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, ৩৮৬৩ আসনে দ্বিতীয়বার সুযোগ, জেনে নিন খুঁটিনাটি১৫ ফেব্রুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ ব এসস

এছাড়াও পড়ুন:

আরো ২ মামলায় ইনু গ্রেপ্তার  

কুষ্টিয়ায় ৬ বছর আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (০৯ মার্চ) দুপুর আড়াই টায় কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ইনুকে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে কুষ্টিয়া মডেল থানার দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় শহরের আমলাপাড়ার বাসিন্দা জিন্দার আলীর ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৬৪ জনের নামোল্লেখ এবং ৭০-৮০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ২৯। সেই মামলার ৩৭নং এজাহারনামীয় আসামি ইনু। এছাড়া ২০২৪ সালের ১০ অক্টোবর একই থানায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ আওয়ামী লীলের শীর্ষ নেতাসহ ৪৭ জনের নামোল্লেখ এবং ১৫-২০ জন অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলা নং ১০। এ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ০৪নং এজাহারনামীয় আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

মাগুরার শিশু ‘ধর্ষণের’ ঘটনায় ৪ আসামির রিমান্ডের আবেদন, শিক্ষার্থীদের বিক্ষোভ

বান্দরবানে ধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন

আদালত এ দুটি মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। পরে তাকে কড়া পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
 

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২০ মার্চ
  • ঢাকার চেয়েও আজ সকালে সিলেটের বায়ুর মান খারাপ
  • দেশে বায়ুদূষণ আরও বিস্তৃত হচ্ছে
  • ইবিতে আওয়ামীপন্থিদের অংশগ্রহণে ভর্তি কমিটির সভায় বাঁধা
  • উত্তরা ব্যাংকের পর্ষদ সভা ১৮ মার্চ
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল সমতা লেদার
  • সমতা লেদার ও ইউসিবি পারপেচুয়াল বন্ডের ক্যাটাগরি উন্নিত
  • কিশোরদের আজান শেখালেন তিনি
  • আরো ২ মামলায় ইনু গ্রেপ্তার