হুলিয়ান আলভারেজ, ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই বিশ্ব ফুটবলের বড় তারকা। আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় নাম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সে বছর লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে দারুণ ভূমিকা ছিল তাঁরও। যেকোনো ফুটবলারের জন্য বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা। সেটি তো আর্জেন্টিনার ফরোয়ার্ড জিতেছেনই, ২৫ বছর বয়সী তারকা তাঁর ছয় বছরের পেশাদার ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, লিগ শিরোপা—আলভারেজ খেলেছেন অথচ জিততে পারেননি, এমন কোনো ট্রফি নেই!

ভিনিসিয়ুস জুনিয়রের এই ড্রিবলিং নিজের জন্য চান আলভারেজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আলভ র জ

এছাড়াও পড়ুন:

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইয়াগড় গ্রামের শ্যামল বিশ্বাস (৬৬) ও রঘুনাথপুর গ্রামের রতন সরকার (৫৮)।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফের পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেলে শ্যামল ও রতন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করেন বিএসএফ সদস্যরা। তাঁদের ফেরত নিতে বিজিবিকে আহ্বান জানান বিএসএফ সদস্যরা। পরে গতকাল রাতেই বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের ফেরত দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ