হলান্ডের হেড আর ভিনির ড্রিবলিং চুরি করতে চান আলভারেজ
Published: 12th, March 2025 GMT
হুলিয়ান আলভারেজ, ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই বিশ্ব ফুটবলের বড় তারকা। আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় নাম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সে বছর লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে দারুণ ভূমিকা ছিল তাঁরও। যেকোনো ফুটবলারের জন্য বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা। সেটি তো আর্জেন্টিনার ফরোয়ার্ড জিতেছেনই, ২৫ বছর বয়সী তারকা তাঁর ছয় বছরের পেশাদার ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। বিশ্বকাপ, কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, লিগ শিরোপা—আলভারেজ খেলেছেন অথচ জিততে পারেননি, এমন কোনো ট্রফি নেই!
ভিনিসিয়ুস জুনিয়রের এই ড্রিবলিং নিজের জন্য চান আলভারেজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলভ র জ
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।
আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।
জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।
জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’
পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’
হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’