তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। যদিও তার কাছে বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র ছিল। 

মঙ্গলবার জানা গেছে, ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। তারা তাঁর বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলেন। এ ছাড়া তারা তাঁর কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটি স্পষ্ট নয়। 

‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগ তোলার পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তখনই তাঁকে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ডন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে ‘ধর্ষণ’ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে হাবিবুল হাসান হাসিব (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী নগরের সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।

বুধবার (১২ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৪ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে,একটি বাসায় নিয়ে অন্য দুজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন হাসিব। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি পালিয়ে যান এবং সিম পাল্টে মেয়েটির সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী।

আরো পড়ুন:

ভাগ্নিকে ‘ধর্ষণ’ চেষ্টার আসামি নাটোরে গ্রেপ্তার

ছেলের পর কিশোরীকে ‘ধর্ষণ’ করেন বাবা

র‌্যাব আরো জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসিব। তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাসিবের দুই সহযোগিকেও গ্রেপ্তারের চেষ্টা করছে র‌্যাব।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ