পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, রমজান শ্রেষ্ঠতম মাস। এই মাসেই মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যা বিশ্ব মানবতার মুক্তির সনদ। রমজান মাস গুনাহ থেকে মাফ পাওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবে কাজে লাগিয়ে বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে।

উপাচার্য বলেন, রোজা পালনের মাধ্যমে যেমন পরকালে মুক্তি পাওয়া যায়, তেমনি শারীরিকভাবেও উপকার পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা পালনের মাধ্যমে ক্যান্সার, হৃদরোগসহ জটিল ও কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।


মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো.

মারুফ হোসেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা এবং মুসলিম উম্মাহসহ বিশ্বের সব মানুষের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ।

এ সময় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৯ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১২ মার্চ) ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে উল্লিখিত আদেশ দেন। 

এ মামলায় যে চার জন অভিযুক্ত কারাগারে আছেন, তাদের আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। 

আগামী ১২ মে তাদের ট্রাইব্যুনারে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ