Samakal:
2025-04-15@17:59:08 GMT

খালের মাটি লুটের মচ্ছব

Published: 11th, March 2025 GMT

খালের মাটি লুটের মচ্ছব

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলকচি গ্রামে যেন খালের মাটি লুটের মচ্ছব চলছে। দীর্ঘদিন ধরে খাল থেকে মাটি কেটে নিচ্ছে কিছু লোক। ইদানীং এ মাটি লুট অনেক বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ফুলকচি গ্রামের হরিপদ বাড়ৈর ছেলে সাধন বাড়ৈ ও কালিপদ বাড়ৈর ছেলে সজিব বাড়ৈ খালের বিস্তীর্ণ অঞ্চলের মাটি কেটে নিচ্ছেন। এক মাস আগে তারা প্রথম মাটি কাটা শুরু করেন। তাদের দেখে এলাকার আরও কিছু ব্যক্তি খাল থেকে মাটি কাটতে শুরু করেছে।
স্থানীয়রা জানান, ফুলকচি গ্রামের এ খাল লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগকারী তালতলা গৌরগঞ্জ খাল থেকে উৎপন্ন হয়ে লৌহজংয়ের ফুলকচি, বাসুদিয়া, মিঠুসার, মালনী, বাগবাড়ি গ্রাম পর্যন্ত বিস্তৃত। খালটি দিয়ে এক সময় বড় বড় নৌকা যাতায়াত করত। ৫ বছর আগেও খালটি খনন করা হয়। এখন ওই খাল থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন লোক। এতে খালের পাশের জমিগুলো হুমকির মুখে পড়েছে। 
গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, উপজেলার ফুলকচি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খাল থেকে শ্রমিক দিয়ে মাটি কাটছেন সাধন বাড়ৈ ও সজীব বাড়ৈ। প্রায় ১০ ফুট গভীর করে ওই খালের বিস্তীর্ণ অঞ্চলের মাটি শ্রমিক দিয়ে প্রায় এক মাস ধরে কাটছেন তারা। রংপুর জেলার বেশ কিছু শ্রমিককে মাটি কাটতে দেখা যায় ওই স্থানে। শ্রমিকরা বলেন, সাধন বাড়ৈ তাদের দিয়ে মাটি কাটাচ্ছেন। দৈনিক ৫০০ টাকায় মাটি কাটেন তারা।
স্থানীয় বাসিন্দা আলমাছ আলী বলেন, দু’জনের দেখাদেখি এখন অনেকেই মাটি কেটে নিচ্ছে। অনুমতি ছাড়া খালের মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। 
এ ব্যাপারে সাধন বাড়ৈই বলেন, খালটি অনেক পুরোনো। ৪-৫ বছর আগেও সরকারিভাবে খালটি খনন করা হয়। তবে যে স্থান থেকে তারা মাটি কাটছেন সেই জমিটি তাদের বলে দাবি করেন তিনি। সরকার যদি খাল খনন করে তবে সেই স্থান তাদের জমি হলো কিভাবে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সজীব বাড়ৈর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান জানান,  খালের মাটি কেটে নেওয়ার কথা শুনেছেন। ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদারকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ