‘নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে’
Published: 11th, March 2025 GMT
সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ নারী ও শিশুর প্রতি জঘন্য সহিংসতায় সমস্ত মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত। প্রয়োজনে এই ধর্ষক আর নিপীড়কদের বিরুদ্ধে বাংলাদেশে আরেকবার যুদ্ধ হবে। আর এই যুদ্ধ হবে ন্যায়ের যুদ্ধ, সম্প্রীতির যুদ্ধ, সম–অধিকারের যুদ্ধ।
শিশু ও নারীর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এ কথাগুলো বলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজার সঞ্চালনায় প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।
ধর্ষক ও নিপীড়কদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বক্তব্য দেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফারায়জি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়াসহ অনেকে।
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত দুষ্কৃতকারী, অন্যায়কারী এবং স্বৈরাচারের পক্ষের নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যদি আমরা তা না করতে পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কোনো দিনও প্রতিফলিত হবে না। আমরা জাতীয় কবিতা পরিষদের কবিরা এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে চাই।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্পর্শিয়ার প্রেমে পাগল দুই ভাই ফারহান ও রাব্বী
অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে শেষ কয়েক বছর তো নাটকে পাওয়াই যায় না। মন দিয়েছেন সিনেমায়। এমন পরিস্থিতিতে আসছে ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার হয়ে আসছে বিশেষ নাটক ‘শেষটা তুমি’।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে এতে স্পর্শিয়ার প্রেমিক চরিত্রে দেখা যাবে দুই ভাইকে! তারা হলেন মুশফিক ফারহান ও মীর রাব্বী। অভিনেতা হিসেবে যে দুজন বেশ সমৃদ্ধ অবস্থান গড়েছেন ইন্ডাস্ট্রিতে।
নির্মাতা জানান, ‘শেষটা তুমি’তে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।
নির্মাতা মনে করেন, ‘এটি সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প। গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘শেষটা তুমি’সহ রোজার ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক। যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।