বিগত সময়ে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সঠিক দায়িত্ব পালন করেনি। তখন দেশের ভেতরে যেমন নির্বাচন ছিল না, একইভাবে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যেও নির্বাচন হয়নি। তারা দুর্নীতি করেছেন, আবার টেকসই উন্নয়নের কথাও বলেছেন। এটা অনেকটা ফাঁকা বুলির মতো– যেখানে নির্বাচন নেই, প্রতিযোগিতা নেই, সেখানে টেকসই উন্নয়ন আশা করা যায় না।
গতকাল মঙ্গলবার জাতীয় এসডিজি রিপোর্ট ও ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো এবং বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড.
তিনি বলেন, প্রতিযোগিতামূলক অর্থনীতি ও রাজনীতি ফিরিয়ে আনতে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন, যাদের মানুষ সম্মান করে। কারণ নতুন বাংলাদেশের অগ্রযাত্রা একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার মধ্যেই নিহিত রয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, টেকসই ব্যবস্থার মডেলের জন্য বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে হবে এবং সরকারের পক্ষ থেকেও সমর্থন বাড়াতে হবে। এ ক্ষেত্রে অর্থায়ন সমস্যা, জ্বালানি সরবরাহ, সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় হয়রানি ও শ্রম পরিস্থিতির মতো বিষয়গুলো সমাধান করা প্রয়োজন।
সিডিপি সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি উভয় জায়গা থেকে কাজ করতে হবে। বিশেষ করে এ ক্ষেত্রে ব্যক্তি খাতের বড় ভূমিকা রয়েছে। বলা যায়, ব্যক্তিখাতের উন্নয়ন ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে শুধু তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো টেকসই উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। রপ্তানি খাতের প্রতিষ্ঠান রয়েছে ২০ হাজারের মতো। অভ্যন্তরীণ বাজারের জন্য পণ্য তৈরি করে এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটির বেশি। এসব প্রতিষ্ঠান পরিবেশের বিষয়ে সচেতন নয়।
বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, দেশের পোশাক কারখানা সুরক্ষা ও নিরাপত্তার দিক থেকে সারাবিশ্বে শীর্ষে রয়েছে। কিন্তু ব্র্যান্ডিংয়ের অভাবে পণ্যের প্রকৃত বাজারমূল্য ধরা সম্ভব হয়নি। জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন জামান বলেন, দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থায় সিএসআর গুরুত্বপূর্ণ। অথচ এর ধারণাই সুস্পষ্ট করা হয়নি। নিউ এইজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, সিএসআর, সরকারি-বেসরকারি উদ্যোগ এবং গ্রিন বন্ডের মতো টেকসই অর্থায়নের ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিখাত এসডিজি অর্থায়নে যুক্ত হতে পারে।
ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, দেশে সামাজিক ব্যবসার জন্য এখনও আইনি কাঠামো তৈরি হয়নি। ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার বলেন, কোনো বহুজাতিক কোম্পানি আসতে চাইলে তারা দেখতে চায় এখানে ব্যবসা করার টেকসই ব্যবস্থা আছে কিনা।
এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান বলেন, দেশের শ্রমবাজারের ৮৫ শতাংশ মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। মাত্র ১৫ শতাংশ মানুষের জন্যই শ্রম আইন ও বিধি প্রয়োগ করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস থ র জন য ট কসই এসড জ সরক র
এছাড়াও পড়ুন:
নদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে চাকরির সুযোগ
নদী গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারিত হবে।
নদী গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে। নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা প্রার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
পদের বিবরণ ও বিস্তারিত
১. বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ১৫
গ্রেড: নবম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের বয়স: ৩২ বছর
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (ক) পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রলিকস, হাইড্রলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা (খ) পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত, মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে আবেদনকারীদের।
আবেদনের শেষ সময়
আবেদনপত্র জমার শেষ তারিখ ১৫ মে ২০২৫, বিকেল ৫টা।
আবেদনের বিস্তারিত জানতে ও দেখতে এখানে ক্লিক করুন।