Samakal:
2025-03-12@07:19:11 GMT

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি

Published: 11th, March 2025 GMT

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি

নতুন করে আর কর অব্যাহতি না চাইতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, ‘কর অব্যাহতির কথা বলবেন না। ধীরে ধীরে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে হবে। কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি।’
গতকাল মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন সংগঠনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারি প্রকল্পে কর সম্পর্কিত বিভিন্ন বিষয়ও দেখা হবে। সমস্যাগুলো চুক্তির ভেতরে। যখন চুক্তির ভেতরেই বলে দেওয়া হয়, পেমেন্ট দেশের বাইরে হবে, করটা ক্রয়কারী দেবে– ঠিকাদার দেবে না, তখনই সমস্যাটা তৈরি হয়। 

এ প্রসঙ্গে তিনি বলেন, এক-দেড় হাজার কোটি টাকার বড় প্রকল্প। ব্যবসা তারা এখান থেকে করছে। কিন্তু কর চাপিয়ে দিচ্ছে এ দেশের সরকারের ওপর। এখান থেকে বের হওয়া উচিত। এনবিআর চেয়ারম্যান জানান, ৬৫ শতাংশ টিআইএনধারী এবার রিটার্ন দাখিল করেননি। যারা রিটার্ন দাখিল করেননি, তাদের নোটিশ করা হচ্ছে। তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে। 
প্রাক-বাজেট আলোচনায় ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়ে ৯ শতাংশ করার প্রস্তাব দিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমানে ফ্ল্যাটের নিবন্ধন ফি সাড়ে ১৫ থেকে ১৮ শতাংশ। এটি কমানো দরকার। রিহ্যাব সভাপতি মো.

ওয়াহিদুজ্জামান বলেন, সাড়ে ৪ শতাংশ নিবন্ধন ফি দিয়ে দ্বিতীয়বার ফ্ল্যাট বা প্লট কেনাবেচার ব্যবস্থা চালু করা দরকার। এতে একই সম্পত্তি বারবার হাতবদল হবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। 

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রস্তাবে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কাঁচা চামড়াকে কৃষিপণ্য বিবেচনা করে তা সংগ্রহের ক্ষেত্রে উৎসে করের আওতামুক্ত রাখতে হবে। একই সঙ্গে রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর আরোপিত উৎসে কর রহিত করতে হবে। 
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএসবি) পক্ষে স্নেহাশীষ বড়ুয়া বলেন, বাংলাদেশে ব্রাঞ্চ কিংবা লিয়াজোঁ অফিস স্থাপন করলেও আয়ের ওপর কর দিচ্ছে না অনেক বিদেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে শুধু উৎসে কর নিয়ে খুশি থাকতে হচ্ছে এনবিআরকে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আয়কর আদায়ে পদক্ষেপ দরকার। এ ছাড়াও বাজেট প্রস্তাবনা তুলে ধরে আইসিএমএবি, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আয়কর ব যবস

এছাড়াও পড়ুন:

বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ

জাতীয় লিগের বেতনভুক্ত ১০০ ক্রিকেটারের তালিকায় রাখা হয়নি আল আমিন জুনিয়রকে। ৩১ বছর বয়সী এ ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না। এক সাবেক ক্রিকেটারের পরামর্শে সাবেক নির্বাচক হান্নান সরকারের কাছে বাদ পড়ার কারণটা জানতে চান আল আমিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলিয়ে একটা ব্যাখ্যা দেন তিনি। সব শুনে আল আমিন উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এর পর চলে গেলেন একাডেমি মাঠে অনুশীলনের জন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের চেয়েও বেশি হতাশ কেন্দ্রীয় চুক্তি পাওয়া কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার যেমন হতাশ হয়েছেন নিজেকে ‘সি’ গ্রেডে দেখে। মন খারাপ জাকের আলীরও। শামীম হোসেন পাটোয়ারিকে ভবিষ্যৎ বিবেচনায় রাখা হয়নি। কারও কারও মতে এবারের কেন্দ্রীয় চুক্তি বৈষম্যমূলক।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি কাঠামো ছিল। অভিজ্ঞতা, বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ মাথায় রেখে মার্কিং করে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান নির্বাচক কমিটি বৈজ্ঞানিক সে পদ্ধতি অনুসরণ করেনি।

গাজী আশরাফ হোসেন লিপু নিজেদের মতামতের ভিত্তিতে ক্রিকেটারদের ক্যাটেগরি নির্ধারণ করেছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় চুক্তিতে থাকা এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পেস বোলারদের মূল্যায়ন করছে, সেটা খুবই ভালো। কারণ তারা সব ম্যাচ খেলার সুযোগ পাবে না। তাদের ভালো গ্রেডে রাখা নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যা হলো কেউ কেউ জাতীয় দলকে ভালো সার্ভিস দেওয়ার পরও তাদের নিচের গ্রেডে রাখা হয়েছে। এটা তো বৈষম্য তৈরি করবে।’

এ অভিযোগের ব্যাপারে জানার চেষ্টা করেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ফোনে পাওয়া যায়নি। নির্বাচক আব্দুর রাজ্জাকও ফোন ধরেননি। তবে হান্নান সরকার একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এভাবে, ‘এ চুক্তিতে আমার স্বাক্ষর আছে। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে গ্রেডিং করা হয়েছে। নাহিদ রানা দেশের সেরা একজন ফাস্ট বোলার। সে তিন সংস্করণে খেলবে। এ কারণে তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।’

নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দলে থাকলেও অভিষেক হয়নি। তাঁর তুলনায় জাকের আলীর পয়েন্ট বেশি হওয়ার কথা। তিন সংস্করণে খেলা উইকেটরক্ষক এ ব্যাটারের পারফরম্যান্সও ভালো।

লিপুদের নির্বাচিত জাতীয় দল যে বর্তমানে ভালো ক্রিকেট খেলছে না, তা ফলের দিকে তাকালেই বোঝা যায়। পারফরম্যান্সের দোহাই দিয়ে অভিজ্ঞ লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে ভালো করতে পারছে না লিপুর নির্বাচিত দল। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৫০ ওভারের খেলায়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একটি টেস্ট জিতেছে ও লিটনের নেতৃত্বে টি২০ সিরিজ।

এ পরিস্থিতিতে ২০২৬ সালের টি২০ আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিসিবি যখন জাতীয় দল গড়ার পরিকল্পনা বা গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে মুহূর্তে কেন্দ্রীয় চুক্তি জাতীয় দল নির্বাচক প্যানেলের পছন্দে হয়েছে বলে অভিযোগ।

সাবেক এক নির্বাচক বলেন, ‘এখন থেকে নির্বাচকদের সমীহ করে চলতে হবে  ক্রিকেটারদের। কারণ কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচিত হবেন নির্বাচকদের পছন্দে; এবার যেটা হয়েছে। আগের গাইডলাইন ফেলে দিয়ে তারা নিজেরা যাকে যেখানে নেবেন বলে ঠিক করেছেন, তারই প্রতিফলন ঘটেছে গ্রেডিংয়ে।’ এ অভিযোগের সত্যতাও যাচাই করা যায়নি নির্বাচকরা ফোন না ধরায়।

সম্পর্কিত নিবন্ধ