বাংলাদেশে অলরাউন্ড পারফরম্যান্সের প্রচারণায় নতুন স্মার্টফোন ‘এ ফাইভ প্রো’ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নির্মাতারা জানান, নতুন মডেলটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যা আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের সঙ্গে বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ পরীক্ষায় মানোত্তীর্ণ হয়েছে।
মডেলে রয়েছে আইপি-৬৯, আইপি-৬৮ এবং আইপি-৬৬ রেটিংস, যা পানি ও ধুলা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। ফাইবার গ্লাস লেদার ডিজাইন যে কোনো প্রতিকূল পরিবেশ, যেমন– পানি, উচ্চচাপ ও ধুলাবালি থেকে স্মার্টফোনকে নিরাপত্তা দেয়। বিশেষ ফিচারে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার, যা ছবির গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এআই ‘আনব্লার’ অস্পষ্ট ছবিকে সুস্পষ্ট করে।
নতুন মডেল প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, সব ধরনের গ্রাহকের কাছে অলরাউন্ড ‘এ-ফাইভ প্রো’ পৌঁছে দেব। মডেলটি একই সঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। ডিভাইসটি মানোন্নত প্রযুক্তি ও টেকসই গুণের বিচারে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের নতুন মানদণ্ড স্থাপন করবে। মডেলে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন সার্টিফিকেশন, যা চার বছর পরও স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। হাজার নিটের আলট্রা-ব্রাইট ডিসপ্লে সরাসরি সূর্যের আলোতে পরিষ্কার ভিজ্যুয়াল দেবে।
বিনোদনে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার ও আলট্রা ভলিউম মোড ৩০০ শতাংশের বেশি প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সুবিধা। মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়; যার মাধ্যমে ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যায়।
র‌্যাম ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। রঙের বৈচিত্র্যে রয়েছে অলিভ গ্রিন ও মোকা ব্রাউন।
প্রি-অর্ডারে পোর্টেবল মিনি স্পিকারের সঙ্গে পাবেন সুপার শিল্ড কার্ড। থাকছে দুই বছরের বিক্রয়োত্তর পরিষেবা। লিকুইড ও দুর্ঘটনাজনিত ক্ষতিবিষয়ক  এক বছরের নিরাপত্তা নিশ্চিত করবে নির্মাতারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফাইনালের কি বৃষ্টি বাগড়া দিবে?

ভারত ও নিউ জিল্যান্ড প্রস্তুত রবিবারের (৯ মার্চ, ২০২৫) মহারণের জন্য। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের লড়াইয়ের জন্য প্রস্তুত দুটি দলই। একটা জমজম্যাট ফাইনালের জন্য সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই প্রস্তুত। তবে কত খানি প্রস্তুত দুবাই?

চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির বাগড়া নতুন না। ২০০২ সালের ফাইনালে হানা দিয়েছিল বৃষ্টি। কলম্বোয় রিজার্ভ ডে’ও বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে সেবার যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আজ কি দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে রিজার্চ ডে কি আছে? দুবাইয়ের আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক সব প্রশ্নের উত্তর।

আবহাওয়ার পূর্বাভাস বলছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের আজকের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস। মেঘাছন্ন থাকতে পারে পরিবেশ। আজ দুবাইয়ে মেঘের আচ্ছাদন থাকবে ৬৪ শতাংশ। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য আছে সুখবর। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মাত্র ১ শতাংশ সম্ভাবনা আছে বৃষ্টির।

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের সামগ্রিক পারফরম্যান্স

ভারতীয় ড্রেসিংরুমে রোহিতের অবসর নিয়ে ‘আলোচনা নেই’

তবে যদি বৃষ্টি হয়, তাহলে ফাইনালে রিজার্ভ ডে আছে। যদি ম্যাচ শুরুর পর বৃষ্টিতে খেলা আর এগিয়ে নেওয়া সম্ভব হলো না। তাহলে আজ বৃষ্টি নামার আগে খেলা যেখানে শেষ হবে, ঠিক সেখান থেকেই আগামীকাল (১০ মার্চ, ২০২৫) শুরু হবে। আগামীকালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে ২০০২ সালেরমতো দুদলকে ভারত যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে আইসিসির প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, “রিজার্ভ ডে নেই—এমনটা ভেবে নিয়েই মাঠ, আবহাওয়া ও আলো–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকবে আম্পায়ারদের। যেন নির্ধারিত দিনে যতটা সম্ভব, খেলা এগিয়ে নেওয়া যায়। ফলের জন্য প্রতিটি দলকেই অন্তত ২৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পেতে হবে। নির্ধারিত দিনে ফলের জন্য ন্যূনতম ওভার সংখ্যা (২৫ ওভার) বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি না করা যায়, তাহলে সেদিনের জন্য খেলা পরিত্যক্ত হবে। ম্যাচটি পুনরায় খেলতে কিংবা শেষ করতে রিজার্ভ ডেতে খেলা হবে।”

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে। যদিও আইসিসি থেকে বাড়তি সুবিধা পেয়েছে দলটি। আসরের সব ম্যাচই খেলেছে একই ভেন্যুতে, প্রইয়োজন পড়েনি কোন ভ্রমণের। এখন পর্যন্ত অপরাজিত ব্লুজরা।

অন্যদিকে, মিচেল সান্টনার নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডও চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। যদিও তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হেরেছিল। তবে সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স করে ফাইনালে ওঠে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যানফিল্ডে জাদু দেখানোর অপেক্ষায় পিএসজি
  • পিএসজির আজ লিভারপুল পরীক্ষা
  • অ্যানফিল্ড কঠিন জায়গা জেনেও দারুণ কিছুর আশায় পিএসজি
  • ‘ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রুনোর মতো ফুটবলার দরকার’
  • রোহিতের মুকুটে আরেকটি পালক
  • ফাইনালের কি বৃষ্টি বাগড়া দিবে?