ডুয়েল সার্টিফায়েড ট্রেন্ডসেটার ডিভাইস
Published: 11th, March 2025 GMT
বাংলাদেশে অলরাউন্ড পারফরম্যান্সের প্রচারণায় নতুন স্মার্টফোন ‘এ ফাইভ প্রো’ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নির্মাতারা জানান, নতুন মডেলটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যা আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের সঙ্গে বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ পরীক্ষায় মানোত্তীর্ণ হয়েছে।
মডেলে রয়েছে আইপি-৬৯, আইপি-৬৮ এবং আইপি-৬৬ রেটিংস, যা পানি ও ধুলা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। ফাইবার গ্লাস লেদার ডিজাইন যে কোনো প্রতিকূল পরিবেশ, যেমন– পানি, উচ্চচাপ ও ধুলাবালি থেকে স্মার্টফোনকে নিরাপত্তা দেয়। বিশেষ ফিচারে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার, যা ছবির গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এআই ‘আনব্লার’ অস্পষ্ট ছবিকে সুস্পষ্ট করে।
নতুন মডেল প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, সব ধরনের গ্রাহকের কাছে অলরাউন্ড ‘এ-ফাইভ প্রো’ পৌঁছে দেব। মডেলটি একই সঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। ডিভাইসটি মানোন্নত প্রযুক্তি ও টেকসই গুণের বিচারে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের নতুন মানদণ্ড স্থাপন করবে। মডেলে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন সার্টিফিকেশন, যা চার বছর পরও স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। হাজার নিটের আলট্রা-ব্রাইট ডিসপ্লে সরাসরি সূর্যের আলোতে পরিষ্কার ভিজ্যুয়াল দেবে।
বিনোদনে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার ও আলট্রা ভলিউম মোড ৩০০ শতাংশের বেশি প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সুবিধা। মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়; যার মাধ্যমে ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যায়।
র্যাম ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। রঙের বৈচিত্র্যে রয়েছে অলিভ গ্রিন ও মোকা ব্রাউন।
প্রি-অর্ডারে পোর্টেবল মিনি স্পিকারের সঙ্গে পাবেন সুপার শিল্ড কার্ড। থাকছে দুই বছরের বিক্রয়োত্তর পরিষেবা। লিকুইড ও দুর্ঘটনাজনিত ক্ষতিবিষয়ক এক বছরের নিরাপত্তা নিশ্চিত করবে নির্মাতারা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ক্রিকেটারদের ‘সন্দেহজনক’ পারফরম্যান্স, গুরুতর অভিযোগ পারটেক্স কোচের
এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সের অধিনায়কত্ব করা সাব্বির রহমানকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওদিকে পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। এসবের মধ্যেই বড় বোমা ফাটিয়েছেন পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম। তাঁর দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। অনেকেই নাকি তাঁর কাছে সন্দেহ প্রকাশ করেছেন, ‘ম্যাচ ফিক্সিং’ করছেন পারটেক্সের ক্রিকেটাররা।
আনোয়ারুল মোস্তাকিমের অভিযোগ, ‘আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
আবাহনীর বিপক্সে পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান