রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার (৪২) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত সোমবার দুপুরে তাঁর অফিসে এ হামলা হয়। 
হামলাকারী শহীদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 
আয়েশা সিদ্দীকার অভিযোগ, তিনি রাউজানে যোগদানের পর থেকে শহীদুল ইসলাম তাঁর অফিসে বারবার অন্যায় আবদার নিয়ে আসতেন। তিনি কাজ চাইতেন। কখনও কম্বল চাইতেন। তিনি (শহীদুল) কোনো জনপ্রতিনিধি নন। আবার লাইসেন্সধারী ঠিকাদারও নন। এ কারণে তাঁকে প্রত্যাখ্যান করতেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে শহীদুল নানাভাবে হুমকি দেন। নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, তিনি রাজনীতি করেন, তাঁর কাছে অস্ত্র আছে। 
আয়েশা সিদ্দীকার ভাষ্য, তিনি বিষয়টি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) জানালে তিনি স্পষ্ট বলে দেন, তাঁকে (শহিদুল) পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। গতকাল সোমবার তাঁকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোনোভাবে রক্ষা করেন। এরপর শহীদুল অফিসের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শহীদুল ইসলামের বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো পদপদবি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।
ঘটনাস্থল পরিদর্শন করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, সরকারি দপ্তরে হামলার 
ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম ব এনপ

এছাড়াও পড়ুন:

‘অনলাইন এসি মেলা’ শুরু হচ্ছে আজ

‘শীতল হোক শরীর, দূর হোক ক্লান্তি; এসির হাওয়ায় মনে আসুক প্রশান্তি’—এই স্লোগানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে অনলাইনে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) মেলা। প্রথম আলো ডটকম চতুর্থবারের মতো এই অনলাইন মেলার আয়োজন করেছে।

এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এসি প্রস্তুতকারক ও বাজারজাতকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রোমার্ট (গ্রী এসি), সিঙ্গার বাংলাদেশ, হায়ার বাংলাদেশ, হাউজ অব বাটারফ্লাই, স্মার্ট ইলেকট্রনিকস (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস।

আয়োজকেরা জানান, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নানা মডেলের এসির প্রদর্শনী করা হবে। পাশাপাশি বাংলাদেশে এসির বর্তমান বাজার ও পরিস্থিতি এবং এসির ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার থাকবে।

এ ছাড়া রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের এসির বিস্তারিত তথ্য ও অফার। ব্র্যান্ডগুলোর বিক্রয়কেন্দ্র ঘুরে তাদের ঈদ আয়োজনসহ থাকছে দেশের জনপ্রিয় তারকাদের এসি নিয়ে রিভিউ ভিডিও।

১০ দিনব্যাপী এ অনলাইন এসি মেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে acmela.online ওয়েবসাইট থেকে।

সম্পর্কিত নিবন্ধ