চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
Published: 11th, March 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে মধ্যবয়সী এক নারীকে খুঁটিতে বেঁধে জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নির্যাতিত ওই নারী কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের লাইনের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। এ সময় ‘টাকা ও সোনাদানা’ চুরির অভিযোগ এনে ভাটাপাড়া বকুলের মোড় এলাকার আপন হোসেন দেশ, মুর্শিদপুরের দাশুড়িয়া এলাকার মো.
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ সমকালকে বলেন, ‘আমরা ওই নারীকে উদ্ধার করেছি। এ ঘটনায় আপন হোসেন ও মো. আশিক নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তবে কেউ চুরি করলেও তাঁকে এভাবে নির্যাতন করার বিধান নেই। তাঁকে মারধর, অপদস্ত না করে পুলিশে সোপর্দ করা উচিত ছিল বলে জানান থানার এ কর্মকর্তা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টার্মিনালে বসে থাকা নড়াইল এক্সপ্রেসের সুপারভাইজার মুসাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা
নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার কালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সমকালকে বলেন, ‘নতুন বাস টার্মিনাল এলাকায় একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তবে তাৎক্ষণিকভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।'
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।