ক্যাসিয়াসের সঙ্গে নৈশ ক্লাবে কে এই নারী
Published: 11th, March 2025 GMT
অভিনেত্রী ক্লদিয়া বাভেলের সঙ্গে ইকার ক্যাসিয়াসের রোমান্সের খবর ফাঁস হয়েছিল গত মাসে। বিষয়টি এত দূর গড়িয়েছিল যে ক্যাসিয়াসকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিবৃতিও দিতে হয়েছিল। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আলাপ–আলোচনা পছন্দ হয়নি স্পেন ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। এক্সে দেওয়া স্ট্যাটাসে বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো আপস করিনি। এটাও নয় যে কাউকে কোনো বিশেষ খবর দিয়েও ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি.
কিন্তু ক্যাসিয়াস চাইলেও নিজেকে বিতর্ক কিংবা গসিপ থেকে দূরে রাখতে পারছেন না। স্পেনের ফ্রি টু এয়ার টিভি চ্যানেল ‘টেলেচিনকো’র অনুষ্ঠান ‘তারদেআর’ তাদের বিশেষ খবরে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলকিপারকে আরেকজন নারীর সঙ্গে দেখা গেছে। গত শনিবার একদল বন্ধুর সঙ্গে ক্যাসিয়াসকে একটি নৈশ ক্লাব ছাড়তে দেখা যায়। তখন বন্ধুদের মধ্যে এক নারীর বেশ কাছাকাছি ছিলেন ক্যাসিয়াস। একপর্যায়ে তাঁর হাতও ধরেছেন। স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, পাপারাজ্জি সের্হিও গারিদো দুজনের ছবি তুলেছেন।
সারা কারবোনেরোকে ক্যাসিয়াস বিয়ে করলেও পরে ছাড়াছাড়ি হয় দুজনেরউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।
এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে।
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।
নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান।