নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে বলে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সাম্য, ন্যায়, মানবিক মর্যাদার জন্য কিন্তু আজ সমস্ত মানবিক মর্যাদা ভুলুষ্ঠিত নারী ও শিশুর প্রতি এই জঘন্য সহিংসতায়। প্রয়োজনে এই ধর্ষক আর নিপীড়কদের বিরুদ্ধে বাংলাদেশে আরেকবার যুদ্ধ হবে- ন্যায়ের যুদ্ধ, সম্প্রীতির যুদ্ধ, সম অধিকারের যুদ্ধ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে শিশু ও নারীর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হত্যার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজার সঞ্চালনায় এ প্রতিবাদী কর্মসূচিতে কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। 

নারী ও শিশু ধর্ষক ও নিপীড়কদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফারায়জি, কবি শাহীন রেজা, কবি শ্যামল জাকারিয়া, কবি এবিএম সোহেল রশীদ, কবি ইউসুফ রেজা, কবি আসাদ কাজল, কবি মিতা আলী, কবি নূরুন্নবী সোহেল, কবি টিমুনি খান রীনো, কবি জামিল জাহাঙ্গীর, কবি রোকন জোহর, মুক্তা পারভীন প্রমুখ। 

কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত দুস্কৃতকারী, অন্যায়কারী, এবং স্বৈরাচারের পক্ষের নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 

সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, আমরা সারা বাংলাদেশের মানুষকে আবারও জেগে উঠার আহ্বান জানাই-নারী ও শিশুর প্রতি এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে। জাতীয় কবিতা পরিষদের কবিরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।

মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

আরো পড়ুন:

রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।” 

তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ