দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডেসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ‘কমান্ড চেইন’ ভেঙে পড়ার শঙ্কা নিয়ে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে আইএসপিআর। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত মিথ্যা প্রচারণার অংশ বলে প্রতীয়মান হয় বলেও সংস্থাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে, সেনাবাহিনী প্রধানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্বের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড চেইনটি শক্তিশালী এবং সিনিয়র জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অব কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যে অবিচল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যেকোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।

এতে আরও বলো হয়, বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদমাধ্যমটির সর্বশেষ প্রতিবেদনের ঠিক এক মাস আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি একই বিষয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এ ধরনের প্রতিবেদন সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কিছু জঘন্য ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে, যা মিথ্যা প্রচারকে আরও বাড়িয়ে তুলেছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা মেনে চলার পরিবর্তে তারা ভুল তথ্য ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা এসব সংবাদমাধ্যমকে, বিশেষ করে ভারতে অবস্থিত গণমাধ্যমগুলোকে ভালো সাংবাদিকতা চর্চা মেনে চলার এবং যাচাই না করা ও চাঞ্চল্যকর গল্প প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তারা আইএসপিআর কাছ থেকে মতামত ও ব্যাখ্যা চাইবেন বলে আশা করছি। আইএসপিআর সব সময় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক এবং অফিসিয়াল তথ্য সরবরাহের জন্য প্রস্তুত।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তার অঙ্গীকারে অবিচল। আমরা সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আরও ব

এছাড়াও পড়ুন:

সিকদার গ্রুপের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিরা হলেন-জয়নুল হকের স্ত্রী মনোয়ারা সিকদার, ছেলে মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রন হক সিকদার ও তার ছেলে শন হক সিকদার, রিক হক সিকদার ও তার ছেলে জন হক শিকদার, জয়নুলের মেয়ে লিসা ফাতেমা হক সিকদার, নাসিম সিকদার ও তার মেয়ে মনিকা খান সিকদার, পারভীন হক সিকদার ও তার মেয়ে জেফরী খান সিকদার মেন্ডি খান সিকদার, পারভীন হকের স্বামী সালাহউদ্দিন খান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ অভিযোগ অনুসন্ধানকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাথে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যরা জনগণের আমানতকৃত হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদান ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের তথ্য পাওয়া যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৯ মার্চ সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তার মা মনোয়ারা সিকদারসহ তাদের পরিবারের সদস্যদের ৪২টি বিও হিসাব (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এরও আগে গত বছরের ২৩ ডিসেম্বর সিকদার গ্রুপের রন হক, তার মাসহ পরিবারের কয়েকজন সদস্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। মোট ১৫টি ভবন ও ফ্লোর জব্দের আদেশ দেওয়া হয়।

গত ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মারা যান জয়নুল হক শিকদার। 

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরে
  • ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের
  • মানুষের ভালোর জন্য যেকোনো বিষয়ে হতে পারে আলোচনা: তারেক রহমান
  • সেরা বন্ধু হিসেবে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন: রাষ্ট্রদূত 
  • সিকদার গ্রুপের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ভলকার তুর্কের মন্তব্য নিয়ে যা বলল সেনাবাহিনী
  • সিএমএইচে চিকিৎসাধীন শিশুটি লাইফ সাপোর্টে
  • আন্দোলনের সময় জাতিসংঘের কোনো বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
  • সেনাবাহিনী নিয়ে ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানাল আইএসপিআর