নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। গত শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা গেছে, বাদীর মেঝ ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী মঞ্জুর মহাজনের ছেলে সাঈদ তাকে জরুরি কথা আছে বলে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবকটি মঙ্গলবার বিষয়টি তার পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করেন বাদী।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ছুরি কাঁচির নিয়ে শুয়েও কেন নিজের প্রিয় গান গেয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ
নন্দিত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাঁর কিছু গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। গানই তাঁর জীবন । গানই প্রাণ। অপারেশন টেবিলের ছুরি কাঁচির নিচে শুয়েও তাঁর প্রিয় গান ‘আগে যদি জানতাম/ তবে মন ফিরে চাইতাম/ এই জ্বালা আর প্রাণে সহে না ও মন রে/ কিসের তরে রয়ে গেলি তুই’– গানটি করেছিলেন এই কন্ঠশিল্পী।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ আজ দুপুরে সমকালকে বলেন, বলেন, সম্প্রতি আমার পায়ে ছোট একটা অপারেশন হয়েছিল। ওই অপারেশ টেবিলেই আমি গুন গুন করে আমার প্রিয় গান ‘আগে যতিদ জানতাম’ গাইছিলাম। তখন ডাক্তার সাহেবরা বললেন,‘ যদি গাইছেনই আরও একটু জোরে গান। আমাদেরও শোনান’। তখন তাদের অনুরোধেই একটি গান করেছিলাম। এ কারণে তাদের অপারেশনটা করতে তাদের সুবিধা হয়েছিল।’
ওই অপারেশন টেবিলে ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনষ্টিটিউটের সার্জারি বিভাগের প্রধান সাকলয়েন রাসেল। তার ভাষ্যে, প্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এর অপারেশন [গুরুতর নয়] করছিলাম। তাকিয়ে দেখি তাঁর হার্ট রেট বেশী। তাকে বললাম আপনার প্রিয় একটি গান শোনান। প্রান দিয়েই ‘আগে যদি জানতাম’ গাইলেন গানটি। মুগ্ধতা ছড়িয়ে পড়লো পুরো অপারেশন থিয়েটারে। মজার ব্যাপার হলো ওই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে তার হার্টরেট স্বাভাবিক হয়ে এলো।’