সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
Published: 11th, March 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মিজান নামের একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শামীম ওসমান ছাড়াও এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, গাজীপুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা প্রমুখ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে আদালতের নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জয় থানায় মামলা রুজু হয় বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে শিমরাইল মোড় অংশে ছাত্র-জনতা সড়কে অবস্থান নেয়। ওই সময় মামলার প্রধান আসামি শামীম ওসমানসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন।
পরে ১১ থেকে ৪৩ নম্বর আসামিরা একত্রিত হয়ে আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করেন।
ওইসময় ঘটনাস্থলে থাকা মিজানের পায়ে গুলি লাগে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। ৬ আগস্টে ভিকটিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবসা করা হয়।
এরপর ৮ আগস্ট থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন তিনি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ শ ম ম ওসম ন
এছাড়াও পড়ুন:
শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ জেলা প্রজম্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিমের ) মায়ের মৃত্যুর শোক সমবেদনা জানাতে গতকাল দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
দাদা সেলিমের মায়ের আত্মার মাগফেরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।