আবাসিক এলাকার সরু রাস্তায় ভারি যানবাহন চলাচল ও ধুলাবালি নিয়ন্ত্রণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা  করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বাসিন্দারা।

মঙ্গলবার (১১ মার্চ) বন্দর থানার  দেউলী চৌরাপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শামীম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাফেজ কবির হোসাইন, নূর হোসেন, জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রিকশা, অটোরিকশা সিএনজি ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচলের জন্য সম্প্রতি ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বন্দরের দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি ও লক্ষণখোলা এলাকায় ৩০ ফুট প্রশস্থ রাস্তা নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বর্তমানে এ রাস্তায়  আকিজ- এসিআইসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের  ট্রাক, লরি , কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরণের ভারি যানবাহন চলাচল করছে। এতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে এবং  প্রায়ই দূর্ঘটনা ঘটছে। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রচুর ধূলাবালিও উৎপন্ন হচ্ছে। এতে শ্বাস কষ্ট, এলার্জি, হাপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।

এ দুর্ভোগের কবল থেকে রেহাই পেতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে বলে জানান এলাকাবাসী। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ট

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ 

গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এর পর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানে বিক্ষোভ মিছিলটি মন্দির থেকে বের হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির ডাকা প্রতিবাদ র‌্যালিতে অংশ নেয় তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের কৃষ্ণ মোদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুশীল রায়, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি তিরোধ কুমার দাস, ফতুল্লা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, মহানগরের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, মহানগরের দপ্তর সম্পাদক ভজন দাস, জেলার দপ্তর সম্পাদক অবিরায় সজল, জেলা প্রচার সম্পাদক তপন গোস সাধু, সহ প্রচার সম্পাদক তারেক দাস, ১৪ নং ওয়ার্ডের আহবায়ক বিশ্বজিৎ সাহা, মধুমালা, কারক ঘোষ, লপন ঘোষ, জুয়েল সাহা,বিশ্বজিৎ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামের শ্বাশ্বত আদর্শই মানবতার মুক্তির গ্যারান্টি : মমিনুল হক  
  • ফিলিস্তিনে ইসরায়েল এর হামলা ও জাতিসংঘের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ  
  • শ্বশুরবাড়ির লোকজনের ভয়ে স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে থানায় তরুণ
  • আমাদের সময়ের মফস্বল সম্পাদকের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রতিনিধির শোক ও দোয়া কামনা
  • নাগরিক কমিটির নেতা দিলশাদ বহিষ্কার
  • নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
  • জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ
  • বিএনপি নেতা গাজী বাবুল’র মৃত্যুতে মামুন মাহমুদের শোক 
  • আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি : সাখাওয়াত 
  • ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ