বন্দরে যানবাহন চলাচল ও ধুলাবালি নিয়ন্ত্রণের দাবিতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি
Published: 11th, March 2025 GMT
আবাসিক এলাকার সরু রাস্তায় ভারি যানবাহন চলাচল ও ধুলাবালি নিয়ন্ত্রণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বাসিন্দারা।
মঙ্গলবার (১১ মার্চ) বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শামীম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাফেজ কবির হোসাইন, নূর হোসেন, জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রিকশা, অটোরিকশা সিএনজি ভ্যানসহ ছোট ছোট যানবাহন চলাচলের জন্য সম্প্রতি ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বন্দরের দেউলী চৌরাপাড়া, আমিরাবাদ, বক্তারকান্দি ও লক্ষণখোলা এলাকায় ৩০ ফুট প্রশস্থ রাস্তা নির্মাণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
বর্তমানে এ রাস্তায় আকিজ- এসিআইসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ট্রাক, লরি , কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরণের ভারি যানবাহন চলাচল করছে। এতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটছে। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রচুর ধূলাবালিও উৎপন্ন হচ্ছে। এতে শ্বাস কষ্ট, এলার্জি, হাপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ।
এ দুর্ভোগের কবল থেকে রেহাই পেতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ট
এছাড়াও পড়ুন:
শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ জেলা প্রজম্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিমের ) মায়ের মৃত্যুর শোক সমবেদনা জানাতে গতকাল দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
দাদা সেলিমের মায়ের আত্মার মাগফেরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।