ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ঘটনা ঘটেছে।
একই দিনে এবং একই সময়ে রাবি শাখা ছাত্রশিবিরের কুরআন বিতরণ এবং শাখা ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ছিল। ছাত্রশিবিরের অনুষ্ঠানের কারণে ছাত্রদলের অনুষ্ঠান পিছিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা।
আরো পড়ুন:
রাবিতে ছাত্রশিবিরের কোরআন বিতরণ কর্মসূচি
ধর্ষকের প্রতীকী ফাঁসি দিলেন রাবি শিক্ষার্থীরা
শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রদলের অনুষ্ঠানে উপস্থিত হন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। এসময় ছাত্রদলের পক্ষ থেকে তাকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
এ সময় শিবির সভাপতি বলেন, “আল্লাহ তায়ালা ৫ আগস্টের পরে আমাদের অবারিত সুযোগ করে দিয়েছেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার। এ সুযোগ আমরা কতটুকু কাজে লাগাতে পারি তা নির্ভর করবে আমাদের উপর। আমরা কিভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। আমাদের ছোট্ট একটি দেশ, কিন্তু অপার সম্ভাবনাময়।”
তিনি বলেন, “স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শাসকদের মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। এছাড়া তার দূরদর্শীতার কারণে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে।”
তিনি আরো বলেন, “পাশাপাশি স্বাধীনতার পরে এ দেশে ইসলামকে মুছে দেওয়ার পার্শ্ববর্তী দেশের নীলনকশা মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার আপসহীন কথাবার্তা ও বডিল্যাংগুয়েজ নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।”
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র অন ষ ঠ ন ছ ত রদল র ইসল ম ক রআন
এছাড়াও পড়ুন:
ভৈরবে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে লামিয়া (১০) ও সামিয়া (১২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন লামিয়া ও সামিয়া আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদী প্রবাসী সহিদ মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাতে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রোহানী জানান, দুই দিন আগে ওই দুই শিশু মায়ের সাথে নানা বাড়ি আগানগর ইউনিয়নের মেঘনা তীরবর্তি চরপাড়া গ্রামে বেড়াতে আসে। বিকেলে অন্য শিশুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নামে লামিয়া ও সামিয়া। এক সময় সবার অজান্তে তারা পানিতে তলিয়ে যায়। তারা বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা/রুমন/টিপু