জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জাবিয়ানদের সাথে গণইফতার’ শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিতে হয়েছে। এতে শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সহস্রাধিক রোজাদার অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আয়োজক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আসরের নামাজের পর থেকেই ইফতারের উদ্দেশ্য কেন্দ্রীয় খেলার মাঠে আসতে শুরু করে রোজাদাররা। ইফতার বণ্টনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। ইফতারে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক জায়গা বরাদ্দ ছিল।
আরো পড়ুন:
অবরোধ-মানববন্ধনসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচি অব্যহত
ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাদি হাসান বলেন, “ইফতার রমজানের অন্যতম একটি অনুষঙ্গ। একসঙ্গে ইফতারের মধ্যদিয়ে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। ইফতারের সঙ্গে বাঙালি মুসলমানের ঐতিহ্য ও জড়িত। আমরা সবাই পরিবার থেকে দূরে থাকি। পরিবারের সদস্যদের অনুপস্থিতি কিছুটা হলেও লাঘব হবে এ গণইফতারের মধ্য দিয়ে।”
ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “সিয়াম সাধনার মাস আমাদের বিনয়ী হতে শেখায়। আমাদের জীবনে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ মাসে আমরা মহান আল্লাহর ইবাদত করি। এ ধরনের গণইফতার কর্মসূচি আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো পজিটিভ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তার মধ্যে একটি হলো এ গণইফতার। পবিত্র রমজান মাস আমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক হলসহ বিভিন্ন জায়গায় আয়োজিত গণইফতার কর্মসূচির মাধ্যমে আমাদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করবে। ইসলামের একটি বড় শিক্ষা আমাদের নৈতিকতা বজায় রাখা। আমাদের সবার শুধু ইহকাল না, পরকালের কথা বিবেচনা করে জীবনযাপন করতে হবে।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণইফত র ইফত র র আম দ র
এছাড়াও পড়ুন:
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্মরণে ইউএপি আন্তবিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) পুরকৌশল বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম (সিইএসএফ) প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্মরণে প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং–বিষয়ক প্রতিযোগিতা ‘জেআরসি মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কনটেস্ট: CENOVUS 1.0’ আয়োজন করেছে। এই আয়োজনের আজ শনিবার (১২ এপ্রিল, ২০২৫) সকাল ৮টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নিজস্ব ক্যাম্পাসে (৭৪/এ, গ্রীনরোড, ঢাকা) শুরু হয়েছে।
এই আকর্ষণীয় প্রতিযোগিতার অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টিভি। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং পুরকৌশল বিষয়ে অর্জিত জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
CENOVUS 1.0 পুরকৌশল দক্ষতাবিষয়ক সর্বমোট ৭টি সেগমেন্ট, যথা ট্রাস, গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, মেকানিকস, অটোক্যাড ডিজাইন, ফটোগ্রাফি ও কুইজ কনটেস্ট আকারে আয়োজিত হবে। ভিন্ন ভিন্ন সেগমেন্ট মিলিয়ে সম্পূর্ণ প্রতিযোগিতার সর্বমোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। ইতিমধ্যেই দেশব্যাপী ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৬৫০ জনের অধিক শিক্ষার্থী কনটেস্টের বিভিন্ন সেগমেন্ট ও ক্যাটাগরিতে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
CENOVUS 1.0–এর আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউএপি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম (সিইএসএফ) এবং বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের সহ-শিক্ষা কার্যক্রমের সহায়ক ৯টি ক্লাব।