ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) ২০ মার্চের মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এর আগে আজ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। সেখানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসির অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘আমরা যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলেই আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়ে গড়িমসি দেখছি। কখনো জানুয়ারি আবার ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচনের কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করা হয়নি।’

চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান রয়েছে উল্লেখ করে বাকের মজুমদার এই চার বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের বক্তব্য দেন। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণার দাবি জানানো হয়। পথনকশা ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রকল প

এছাড়াও পড়ুন:

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না।
এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী! অনেকে অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

কনসার্ট স্থগিতের বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকার একাধিক শিল্পী জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও।
এ কে রাহুল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এর আগে যখন কনসার্ট স্থগিত করা হয়, আমাদের অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু এবার আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।

সম্পর্কিত নিবন্ধ