নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দপ্তরে হটলাইন চালু
Published: 11th, March 2025 GMT
নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে হটলাইন চালু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটা থেকে চালু হওয়া এ হটলাইনে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১০৩টি অভিযোগ এসেছে।
আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাপ্ত অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি, সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হটলাইনে জমা পড়া ১০৩ অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)। হটলাইনের নম্বর ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে এতে অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের অভিযোগ
কুড়িগ্রামে চিলমারীতে পুলিশ সুপারের নির্দেশে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলিট করার অভিযোগ উঠেছে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে।
অন্যদিকে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করার সময় এক তরুণ না জানিয়ে সেই অভিযানের ভিডিও ধারণ শুরু করে। অভিযানের তথ্য ফেসবুকে ফাঁস হতে পারে বলে তার মোবাইল হতে ধারণকৃত ভিডিও ডিলিট করার পরামর্শ দেওয়া হয়। ওই সাংবাদিকের পরিচয় না জানায় এমনটা ঘটেছে।
এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে সত্য ঘটনা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল সকালে কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় ঈদে চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা-মেয়েকে উত্যক্তের অভিযোগ ওঠে। পরে মাইকিং করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
এসময় স্থানীয় সাংবাদিক, স্বদেশ পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দাম ছবি ও ভিডিও ধারণ করলে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের এক সদস্য তার ফোনটি কেড়ে নিয়ে ভিডিও ও ছবি ডিলেট করে ফোন ফেরত দেন।
ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে পুলিশ সুপার আসার খবর শুনে সেখানে গিয়ে ভিডিও ও ছবি তোলার সময় পুলিশ সুপার আমার ফোন কেড়ে নিতে বলেন। সংবাদকর্মী পরিচয় পেয়েও তিনি ফোনটি কেড়ে নিতে বলেন। ওনার সাথে থাকা এক পুলিশ সদস্য ফোনটি কেড়ে নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করেন। আমি সাংবাদিক পরিচয় দেবার পরও আমার সাথে খারাপ আচরণ করেন। মিডিয়া ছুটিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেন।”
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, “কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারেন না। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’’
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “বৃহস্পতিবার রাতে ১০টার পরে এসপি স্যার এসেছিলেন। কিন্তু ফোন কেড়ে নেওয়ার ঘটনা আমার জানা নেই।”
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “এটি ভুল তথ্য। রাতে অভিযানের সময় একটা ইয়ং ছেলে অন্ধকারে ভিডিও করছিল। তাকে বলেছি ভিডিও করো না। যাস্ট এটুকু। সেতো পরিচয় দেয়নি সে সাংবাদিক। তার আইডি কার্ডও ছিল না। আমরা ভেবেছি ফেসবুকে ছাড়তে ভিডিও করেছে। এজন্য ডিলেট করে দেওয়া হয়। মিডিয়া নিয়ে আমরা এটা বলতে পারি না।”
ঢাকা/বাদশাহ্/এস