রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে উক্ত গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতারে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা সার্বিকভাবে এগিয়ে এসেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী সাদমান বলেন, “এ গণ ইফতারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবাই একত্রিত হয়েছে। এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের ক্যাম্পাসের ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের যে সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে সবাই একসঙ্গে এ পবিত্র রমজানের মহিমা উপভোগ করতে পারে।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মার হোসাইন বলেন, “আয়োজন সফল করতে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকেও বরাদ্দ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকসহ সর্বোপরি সবার সহায়তায় আয়োজনটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতি বছর এমন আয়োজনের ধারা অব্যাহত থাকুক।”

গণইফতারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

এসএম হাসান তালুকদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।

ঢাকা/হাবিবুর/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত হয় ছ ইফত র

এছাড়াও পড়ুন:

সরকারকে নতুন বাংলাদেশের স্পিরিট নিয়ে কাজ করতে হবে: এম আব্দুল্লাহ

সরকারকে এই নতুন বাংলাদেশের স্পিরিট নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক কল‌্যাণ ট্রা‌স্টের ব‌্যবস্থাপনা প‌রিচালক সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ।

রবিবার (৯ মার্চ) রাজধানীর বিজয়নগ‌রে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আ‌য়ো‌জিত গণইফতার কার্যক্রমের ৮ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতারে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, একটি অসাধারণ ঘটনার সাক্ষী হওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত সকলের চেহারা দেখে মনে হচ্ছে বেশিরভাগই শ্রমজীবী, মেহনতি মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার মাহফিলে গিয়ে আমরা দেখি এক রাজনীতি আর এখানে এসে দেখলাম এক নতুন রাজনীতি। যেটা এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। ছিন্নমূল মানুষের জন্য এই ধরনের গণইফতার আয়োজন করা একটা বিরাট চ্যালেঞ্জ। 

তিনি সরকারকে নতুন বাংলাদেশে গণমানুষের অনুভূতি বুঝে কাজ করার আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, আমাদের দেশে ধনী গরীবের এই যে ফারাক, ব্যবধান এটা আমরা চাই না। এখনো মানুষ উচ্ছিষ্ট থেকে খাবার কুড়ায়, স্বাধীনতার ৫৩ বছর পরেও এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনাদের মর্যাদা ফিরিয়ে দেওয়া ও অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করছে এবি পার্টি।

আলোচিত শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী মাঠে থাকতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না।

গণ ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণবিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানার আহ্বায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘জাবিয়ানদের সাথে গণইফতার’
  • সরকারকে নতুন বাংলাদেশের স্পিরিট নিয়ে কাজ করতে হবে: এম আব্দুল্লাহ