বন্দরে বলাৎকারের ঘটনায় থানায় মামলা
Published: 11th, March 2025 GMT
বন্দরে রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে জোর পূর্বক বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে লম্পট সাঈদকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
যার মামলা নং- ১৭(৩)২৫ ধারা- ৩৭৭ পেনাল কোড ১৮৬০। এর আগে গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ পল্লী বিদ্যুৎ রোডস্থ লম্পটের বসত ঘরে এ ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনী মেঝু ছেলে সরল প্রকৃতির যুবক। গত শনিবার রাতে বাদিনী (২০) বছরের যুবক ছেলে তাদের ভাড়াটিয়া বাড়ি সামনে রাস্তায় দাড়িয়ে ছিল। ওই সময় একই এলাকার মঞ্জুর মহজনের লম্পট ছেলে সাঈদ রাস্তায় দাড়ানো থাকা বাদিনী ছেলেকে ডেকে তার বাসায় নিয়ে যায়।
ওই সময় লম্পট সাঈদ উক্ত যুবকের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক যৌনসঙ্গম করে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে ভিকটিম বিষয়টি তার পরিবারকে খুলে বললে এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঘটন য়
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত
কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।
মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।
আরো পড়ুন:
রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত
দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রুমন/মাসুদ