বন্দরে বলাৎকারের ঘটনায় থানায় মামলা
Published: 11th, March 2025 GMT
বন্দরে রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে জোর পূর্বক বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে লম্পট সাঈদকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
যার মামলা নং- ১৭(৩)২৫ ধারা- ৩৭৭ পেনাল কোড ১৮৬০। এর আগে গত শনিবার (৮ মার্চ) রাতে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের শাহীমসজিদ পল্লী বিদ্যুৎ রোডস্থ লম্পটের বসত ঘরে এ ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনী মেঝু ছেলে সরল প্রকৃতির যুবক। গত শনিবার রাতে বাদিনী (২০) বছরের যুবক ছেলে তাদের ভাড়াটিয়া বাড়ি সামনে রাস্তায় দাড়িয়ে ছিল। ওই সময় একই এলাকার মঞ্জুর মহজনের লম্পট ছেলে সাঈদ রাস্তায় দাড়ানো থাকা বাদিনী ছেলেকে ডেকে তার বাসায় নিয়ে যায়।
ওই সময় লম্পট সাঈদ উক্ত যুবকের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক যৌনসঙ্গম করে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে ভিকটিম বিষয়টি তার পরিবারকে খুলে বললে এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঘটন য়
এছাড়াও পড়ুন:
নয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত
কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বাংলাদেশের নয়টি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকা/হাসান/রফিক