কক্সবাজারে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আসিফ মহিউদ্দিনের আদালতে আসামি তার দোষ স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ইলিয়াস খান।

গ্রেপ্তার আসামি তারেকুল ইসলাম (২৭)। তিনি কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

সোমবার (১০ মার্চ) বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই মার্কিন নারীর স্বামী জাতিসংঘের একটি সংস্থায় কক্সবাজার কার্যালয়ে কর্মরত, তিনি স্বামীর কর্মসূত্রে কক্সবাজারে থাকছেন। সোমবার সকাল ৮টার দিকে ওই নারী শহরের সার্কিট হাউস সড়কে হাঁটতে বের হন। এ সময় অভিযুক্ত তারেকুল ইসলাম তাকে অনুসরণ করেন এবং কাছে গিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালান। এক পর্যায়ে তিনি জোর করে ওই নারীকে জড়িয়ে ধরেন। এরপর ওই নারী চিৎকার করলে তারেকুল পালিয়ে যান।

পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান শুরু করে। দীর্ঘ ছয় ঘণ্টা পর সোমবার বিকেল ৫টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওসি মো. ইলিয়াস খান জানান, সোমবার রাতে মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার তারেকুল ইসলামের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেসময় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।

ঢাকা/তারেকুর/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত র ক ল ইসল ম স মব র শহর র

এছাড়াও পড়ুন:

বিদ্যুৎ, ডিএনএ, টিকাসহ যে ১০ বৈজ্ঞানিক উদ্ভাবন বদলে দিয়েছিল বিশ্বকে

প্রতীকী ছবি ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ