সফলতার দিকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা
Published: 11th, March 2025 GMT
সৌদি আরবে মঙ্গলবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অবসানের লক্ষ্যে আয়োজিত এই বৈঠক যে সফলতার দিকে যাচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সৌদি আরবের জেদ্দার একটি বিলাসবহুল হোটেলে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনার সময় সাংবাদিকদের কিছুক্ষণের জন্য ঘরে প্রবেশ করতে দেওয়া হয়। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন এবং তার মেজাজ প্রফুল্ল দেখা গেছে।
সাংবাদিকরা রুবিওর কাছে জানতে চেয়েছিলেন বৈঠকের জন্য তার প্রত্যাশা কী। জবাবে তিনি থাম্বস আপ করে উত্তর দিয়েছিলেন, ‘ভালো।’
ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়েরমাক সাংবাদিকদের জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘কিভাবে ইউক্রেনে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জন করা যায়।’ ভবিষ্যতে রাশিয়া যাতে আবার আক্রমণ না করে, তার জন্য নিরাপত্তার নিশ্চয়তা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সকালে প্রতিনিধিদলগুলি প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করে এবং বিরতি নিয়েছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে জামায়াত, দাবি সংবাদ সম্মেলনে
বিনিয়োগ সম্মেলনে জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস রাখতে চাই যে বাংলাদেশকে আমরা বিশ্বের সেরা ২০ দেশের মধ্যে নিয়ে যেতে সক্ষম হব। দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশের সৃষ্টি হয়েছে, এটি আমরা বিদেশিদের বোঝাতে সক্ষম হয়েছি।’
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত সোমবার থেকে বিনিয়োগ সম্মেলন চলছে। সেখানে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্টল রাখা হয়। ওই স্টল থেকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা হয়।
আজ বিকেলে বিনিয়োগ সম্মেলনস্থলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথা বলেন জামায়াত নেতা মোবারক হোসাইন। তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে পারি, তাহলে আমার বিশ্বাস যে বিনিয়োগকারীরা এখানে আসবেন। আমরা তাঁদের আশ্বস্ত করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে বড় বড় ব্যবসার সেক্টর এ দেশে খোলা সম্ভব হবে।’
জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সরকারের আয়োজনে বিনিয়োগ সম্মেলনে বড় বড় দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেছেন। গত দুই দিন তাঁরা বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি উপযুক্ত পরিবেশ পেলে তাঁরা এ দেশে বিনিয়োগ করবেন বলে অনেককে আশ্বস্ত করেছেন।
দেশের ব্যবসায়িক খাতে জামায়াতে ইসলামের নেতা–কর্মীদের সফলতার কথা উল্লেখ করে মোবারক হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যবসা করছে না। তবে জামায়াতে ইসলামীর যাঁরা বড় বড় ব্যবসা পরিচালনা করছেন, আমরা জানি কীভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। আমরা যে সেক্টরেই কাজ করেছি, সেখানেই সফলতা অর্জন করেছি।’
প্রযুক্তি খাতে ব্যবসা বাড়ানোর আগ্রহ জানিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, প্রযুক্তি নিয়ে কাজ করতে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা প্রস্তুত আছেন।