ঢাকার বনানীতে নারী পোশাক শ্রমিককে চাপা দেওয়ার পিকআপটির মালিক ও চালকের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। 

মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড লক্ষিধরদিয়া এলাকার বাসিন্দা মো. টিটন ইসলাম। টিটনের পিতা মো. রহিদুল ইসলাম স্থানীয় বাজারের এক চায়ের দোকানদার।

গতকাল সোমবার (১১ মার্চ) সকাল ৬টা ৪১ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবোঝাই একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হন। 

এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশের সড়কে শত শত গাড়ি আটকে পড়ে। প্রায় সাত ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়লে যানবাহন চলাচল শুরু হয়।

এ ঘটনায় ঘটনায় ঘাতক ট্রাকচালককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়, টিটনের পিতা রহিদুল ইসলাম একজন চা বিক্রেতা। চা বিক্রি করে তিন ছেলেকে বড় করেছেন তিনি। তারা একদমই সাধারণ জীবন যাপন করে। কোন রাজনৈতিক দলের সাথেও তাদের পরিবারের কেউ সম্পৃক্ত না। ধার-দেনা করে পিকআপ গাড়ী কেনেন রহিদুল ইসলাম।

টিটনের প্রতিবেশিরা জানায়, টিটন খুবই ভালো ছেলে। সে খুব কঠোর পরিশ্রম করে। যখন গাড়ির ভাড়া থাকে না তখন কৃষি শ্রমিক হিসেবেও কাজ করে। এছাড়া বাবার সাথে চায়ের দোকানেও মাঝে মাঝে কাজ করে। তবে দীর্ঘদিন ধরে গাড়ি চালালেও এর আগে কখনো দুর্ঘটনা ঘটেনি তার।

ধুবাইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, চা বিক্রেতা রহিদুল ইসলাম খুবই সাধারণ জীবনযাপন করে। তাদের অভাবের সংসারে দুই ছেলে কৃষিকাজ করে এবং টিটন পিকআপ গাড়ি চালায়।

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।

মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

আরো পড়ুন:

রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।” 

তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ