ঈদের আগে কালিয়াকৈর ও টঙ্গীতে দুটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত শ্রমিক। এ সময় গাজীপুরের বাসন থানার কড্ডা এলাকায় ১০টি, কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলে ১৫টি ও টঙ্গীতে কয়েকটি পোশাক কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। 

এর আগে গাজীপুর মহানগরের বাসন, কড্ডা, কালিয়াকৈর ও টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবি এবং শ্রমিককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় দুই মহাসড়কে কয়েক ঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে বাসন, কড্ডা, কালিয়াকৈর ও টঙ্গীতে শিল্পপুলিশ, থানা পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে উভয় মহাসড়কে আবার স্বাভাবিক হয় যান চলাচল।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন গ্লোবোস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। 

শ্রমিকদের অভিযোগ, গত শনিবার সকালে মৌচাকের গ্লোবোস কারখানায় আশরাফুল ইসলাম নামে এক শ্রমিকের গায়ে হাত তোলেন কারখানার লাইনম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন লাইনম্যান জহিরুল ইসলামসহ দু’জনকে পিটিয়ে আহত করে আশরাফুলের সহকর্মীরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কর্মবিরতি করে কারখানা থেকে চলে যান। পরদিন কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। 

মঙ্গলবার সকালে সেই বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ খবর মৌচাক, তেলিরচালা, সফিপুর এলাকার কারখানাগুলোয় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কমপক্ষে ১০-১২টি পোশাক তৈরির কারখানা ও সুতা তৈরির কারখানা ছুটি ঘোষণা করা হয়। 

অপরদিকে টঙ্গীতে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। কয়েকজন শ্রমিক জানান, বিএইচআইএস কারখানায় প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। গত সোমবার তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না জানিয়ে গোপনে কারখানা ত্যাগ করে। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ লেখা নোটিশ দেখতে পান। এর পরই তারা মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে যৌথ বাহিনী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 

গাজীপুর শিল্পপুলিশের সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে। শ্রমিকদের গুজব থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে। তাদের নিয়মিত কাজে উপস্থিত থাকতে এবং কারখানার সম্পদ রক্ষার ব্যাপারে সচেতন করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।’’

আরো পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • গাজীপুরের ২ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
  • টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
  • ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত