সাংবাদিক রবিন ও জীবনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র নিন্দা
Published: 11th, March 2025 GMT
সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির সদস্য দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও নিউ এইজ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবনকে জড়িয়ে একের পর এক কাল্পনিক তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ০১ মার্চ ২০২৫ থেকে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করছে। যা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। এবং যুগের চিন্তা পত্রিকায় কর্মরত স্টাফরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই প্রচারনা চালাচ্ছে তাদের নিয়ে। আমরা এই সকল প্রকাশ ও প্রচারণারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা মনে করি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ার ও সুনাম নস্ট করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে।
একজন পেশাদার সাংবাদিককে জড়িয়ে কোন প্রকার যাচাই-বাছাই ছাড়া বায়বীয় তথ্য নির্ভর সংবাদ প্রকাশ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এবং গণমাধ্যমের কন্ঠরোধ করার নামান্তর। আশাকরি ভবিষ্যতে এ ধরনের কল্পকাহিনী প্রকাশ ও প্রচার থেকে সংশ্লিষ্ট পত্রিকা ও তাদের স্টাফরা বিরত থাকবেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শোক সমবেদনা জানাতে দাদা সেলিমের বাসায় মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ জেলা প্রজম্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম (ওরফে দাদা সেলিমের ) মায়ের মৃত্যুর শোক সমবেদনা জানাতে গতকাল দুপুরে শহরের নাগবাড়ী এলাকায় যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে নেতৃবৃন্দ।
দাদা সেলিমের মায়ের আত্মার মাগফেরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক সহ অন্যন্য জামায়াতে নেতৃবৃন্দ।