নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সদয় অবগতির জন্য আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, যুবদল নেতাকর্মীদের কোন প্রকার সাংগঠনিক নিয়ম বিরোধী কার্যক্রম, উশৃঙ্খল আচরণ ও দুষ্কর্মের দায় সংগঠন নিবে না।

কোন ব্যক্তি বিশেষ কোন প্রকার অপকর্মে লিপ্ত হইলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। 

মঙ্গলবার ( ১১ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) সাইফুল আলম সজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় - যুবদলের পরিচয় ব্যবহার করে যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন প্রকার ফেস্টুন, ব্যানার, পোষ্টার লাগিয়েছেন এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনার পরেও উক্ত ফেস্টুন ব্যানার ও পোষ্টার অপসারন করেননি সে সকল ব্যক্তিবর্গ অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে নিজ দায়িত্বে উক্ত ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার অপসারন করিবেন।

ভবিষ্যতে ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার করার প্রয়োজন হইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর অনুমতিক্রমে উক্ত ব্যানার, ফেস্টুন অথবা পোষ্টার করার জন্য নির্দেশ প্রদাণ করা হইল। ইহার ব্যত্যয় ঘটিলে কোন প্রকার কারণ দর্শানো ব্যাতীত কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ য বদল র গঠন ক

এছাড়াও পড়ুন:

নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার

জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে। 

আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • কাটা হাত দেখে এগিয়ে মিলল ৩ লাশ
  • সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত 
  • ইসলামের শ্বাশ্বত আদর্শই মানবতার মুক্তির গ্যারান্টি : মমিনুল হক  
  • ফিলিস্তিনে ইসরায়েল এর হামলা ও জাতিসংঘের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ  
  • শ্বশুরবাড়ির লোকজনের ভয়ে স্ত্রীর লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে থানায় তরুণ
  • আমাদের সময়ের মফস্বল সম্পাদকের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রতিনিধির শোক ও দোয়া কামনা
  • নাগরিক কমিটির নেতা দিলশাদ বহিষ্কার
  • নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার