গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে দারুণ খেলেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোরালেস। কিন্তু চলতি মৌসুমে ভুলে যাওয়ার মতো ফর্মে আছেন তিনি। গত মৌসুমেই তার সৌদি লিগে যাওয়ার কথা ছিল। বাজে মৌসুম কাটানোয় ম্যানসিটিতে তার ক্যারিয়ার একপ্রকার শেষ।

এরই মধ্যে ম্যানসিটি বোর্ড আগামী মৌসুমের জন্য গোলরক্ষক খুঁজতে মাঠে নেমেছে। ছয় গোলরক্ষককে শর্টলিস্টও করেছে তারা। বয়স, টেকনিক, ফর্ম, দাম বিবেচনা করে তাদের একজনকে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সিটিজেন শিবিরে আনতে পারে ক্লাবটি।

তালিকায় ওপরের দিকে আছেন পর্তুগাল জাতীয় দলে নিয়মিত খেলা ২৫ বছর বয়সী পোর্তর গোলরক্ষক ডিয়াগো কস্তা। বয়স, অভিজ্ঞতা মিলিয়ে ভালো পছন্দ হতে পারেন তিনি। এদেরসনও এসেছিলেন পর্তুগিজ লিগ থেকে। ম্যানসিটির পরিকল্পনায় ভালোভাবেই আছেন ফ্রান্স ক্লাব লিলিতে খেলা ২৩ বছর বয়সী ফ্রান্স গোলরক্ষক লুকাস চেভলিয়ার।

ম্যানসিটি গোলরক্ষকের তালিকায় আছেন ইতালির লিগে খেলা দুই ইতালিয়ান। এর মধ্যে অন্যতম জুভেন্টাসে খেলা ২৭ বছর বয়সী মাইকেল ডি জর্জিও। অন্যজন আটালান্টায় খেলা ২৪ বছর বয়সী মার্কো কারনেসি। বয়স ও ফর্ম বিবেচনায় কারনেসি এগিয়ে থাকবেন।

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা বিবেচনায় ব্রাইটনের বার্ট ভারব্রুগেন ম্যানসিটির পছন্দের তালিকায় ওপরের দিকে থাকতে পারেন। ব্রাইটনের ভালো ফুটবল খেলার পিছনে এই ডাচম্যানের ভূমিকা আছে। ভারব্রুগেনের বয়স মাত্র ২২ বছর। এতো কম বয়সে ম্যানসিটির প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার চাপ সামলানো তার জন্য সহজ হবে না। যদিও ম্যানসিটি বর্তমানে তরুণ ফুটবলারে বেশি ঝুঁকছে। অপর গোলরক্ষক গ্রেগর কোবেল। তিনি বরুশিয়া ডর্টমুন্ডে খেলছেন। সুইস গোলরক্ষকের বয়স ২৭ বছর।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল বছর বয়স র বয়স

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।

মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

আরো পড়ুন:

রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।” 

তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ