কয়েদি নম্বর ৭৮৬! ‘দাগি’র টিজারে ‘সুড়ঙ্গ’ জুটির চমক
Published: 11th, March 2025 GMT
আবারও চমকে দিলেন আফরান নিশো। প্রায় দুই বছর পর নতুন লুকে হাজির হলেন। মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার টিজার। তাতে ‘দাগি’ লুকে দেখা দিয়েছেন এই অভিনেতা। নতুন লুকে দেখা দিলেন তমা মির্জাও। প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে টিজার। মঙ্গলবার ‘দাগি’র টিজার শেয়ার হয়েছে চরকি, আলফা আই, এসভিএফের অফিশিয়াল পেজ থেকে। এ ছাড়া সিনেমার অভিনয়শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডল থেকে। এর মধ্যে শুধু চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিজারটি দেখা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার, সাড়ে ৩ হাজার মন্তব্য এবং ১৪ হাজার রিয়্যাক্ট। এসভিএফের ফেসবুকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৪ হাজার আর আলফা আইর ফেসবুকে ১০ হাজার ভিউ হয়েছে।
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’ এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি। সারাটা জীবন।’
আরও পড়ুননিশোর ‘দাগি’ নিয়ে চিন্তিত নন প্রযোজক০১ মার্চ ২০২৫এর আগে গত বছরের ডিসেম্বরে যখন ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়, তখন আফরান নিশো বলেছিলেন, ‘আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে “দাগি”র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’ মঙ্গলবার প্রকাশ হওয়া টিজার দেখে দর্শকদের ধারণা, নিশোর কথার সঙ্গে বাস্তবের মিল রয়েছে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।
‘দাগি’ সিনেমার শুটিংয়ে আফরান নিশো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।
এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে।
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।
নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান।