তাহলে কি একক ভেন্যুতেই হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ
Published: 11th, March 2025 GMT
গত ৮ জানুয়ারি দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় প্রথমবারের মতো এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ ‘হোম অর অ্যাওয়ে’ ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
কাঠমান্ডুতে আজ সাফের সভায় হোম অর অ্যাওয়ে নয়, বরাবরের মতো একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব এসেছে। সভায় উপস্থিত সদস্যদেশগুলো চায় এক ভেন্যুতেই যেন টুর্নামেন্টটা হয়। টুর্নামেন্টের সম্ভাব্য সময় জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি।
আরও পড়ুনঅবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রী০৬ মার্চ ২০২৫তবে একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত হবে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের অনুমোদন সাপেক্ষে। এ মাসের শেষ দিকে স্পোর্টস ফাইভ তাদের সিদ্ধান্ত জানাতে পারে। এর আগে স্পোর্টস ফাইভের সঙ্গে সাফের আলোচনায় হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আসে। সভা সূত্রে জানা গেছে, সাফ আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। অন্যরা খুব একটা আগ্রহ দেখায়নি।
সভায় উপস্থিত সদস্যরা এক ভেন্যুতেই টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুলিশের নতুন লোগো
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এতে আছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে লেখা আছে ‘পুলিশ’ শব্দটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) নাসিমা বেগম স্বাক্ষরিত এক অফিশিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে। তা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় আছে। এজন্য জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরবর্তীত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
ঢাকা/এমআর/রফিক