বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মৌন মিছিল করেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্রীরা এ মৌন মিছিলে অংশগ্রহণ করেন। 

বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে কেআর মার্কেট থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন সড়ক ও দেবদারু রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশ করেন তারা। সমাবেশে নারীদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে তারা বলেন, আমাদের সমাজে যখন কেউ ধর্ষণের শিকার হয়, তখন নানাভাবে তাকে হেয় করা হয় । এমনকি তার পোশাক এবং চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। ধর্ষকের বিচারের ব্যবস্থা কার্যকর না হওয়া এবং আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার বিষয়টি একেবারেই অনুপস্থিত।

ফলে একটি বাচ্চার সঙ্গেও এ রকম কাজ সংঘটিত হচ্ছে। এ ক্ষেত্রে নৈতিক শিক্ষাটা আমাদের পাঠ্যক্রমে যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি

তারা আরও বলেন, আমাদের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, যেন একজন মানুষ এটা চিন্তা করার আগেও ভাবে যে, এটারও বিচার হবে । ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার ক্ষেত্রে নারীরা তাদের সম্মানের কথা চিন্তা করে অনেক সময় থানা পর্যন্ত যেতে চায় না।

তাই আমরা চাই, আদালতে গিয়ে ন্যায়বিচারপ্রাপ্তি পর্যন্ত কোন মেয়ে যেন হয়রানির শিকার না হয়। বিচার প্রক্রিয়ার সংস্কার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত ধর্ষণের বিচার সম্পন্ন করতে হবে।

ঢাকা/লিখন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

প্রাগ চলচ্চিত্র উৎসবে ‘নট আ ফিকশন’

 

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলট থিয়েটারে আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি অস্কার এবং দুটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসব ঘুরে আসা চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।

এ উৎসবের মধ্য দিয়ে এক শটের এই সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে; যার প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালের অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং অন্যান্য দেশের ছবিগুলোর বিপরীতে। 

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবের বিশেষ একটি বিভাগ হচ্ছে ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’– এই বিভাগটি এমন সিনেমাগুলোকে সম্মান জানায়, যা প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে বিশ্বের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এ বছর সারাবিশ্ব থেকে মোট ৫টি দেশের চলচ্চিত্র এই বিভাগে মনোনীত হয়েছে, যেখানে ‘নট আ ফিকশন’-এর সুবাদে এশিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে বাংলাদেশের নাম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘নট আ ফিকশন’ মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে।

নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহপ্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনয় করেছেন জউদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান। 
 

সম্পর্কিত নিবন্ধ