গত ৫৪ বছর ধরে আমরা স্বাধীন ছিলাম না : মাও. মঈনুদ্দিন
Published: 11th, March 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, গত ৫৪ বছরে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন ছিলাম না। যারাই ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই জনগনের সেবক না হয়ে শাসক এবং জালিম হিসাবে অবতীর্ন হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা কেউই আজ নেই।
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াবাসীর সম্মানে মঙ্গলবার বিকালে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুুল জব্বার।
এ সময় তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনের আগে এমন একটি মহতী অনুষ্ঠানে আসার জন্য আমরা কেউই সাহস পাইনি। স্বৈরাচারী সরকার সমাজের প্রতিটি মানুষকে কুক্ষিগত করে রেখেছিল। তিনি এসময় আরো বলেন একদল ন্যায় পরায়ন খোদাভীরুদের নিয়ে আপনাদের আন্তরিক সহযোগিতায় মিশনপাড়াবাসীর কল্যাণে কাজ করতে চাই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী সহিদ বাঙালী ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইফত র
এছাড়াও পড়ুন:
নাগরিক কমিটির নেতা দিলশাদকে বহিষ্কার
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার সদস্য দিলশাদ আফরিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শের পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে দল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাঁকে বহিষ্কার করে।
আল আমিন বলেন, দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যাণ সেলের দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিল না।