ভারত ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তাদের পেছনে ফেলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জায়গা করে নিয়েছে ফাইনালে। আগামী ১১ থেকে ১৫ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল। কিন্তু ফাইনালে স্টেডিয়ামে কানায় কানায় দর্শক উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের দাম কমিয়েছে আয়োজকরা। আর তাতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা।

জানা গেছে, ভারতের অনুপস্থিতির কারণে আয়োজকদের প্রায় ৪.

৮ মিলিয়ন ডলার অথাৎ প্রায় ৬৩ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে।  

‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, আয়োজকরা প্রথমে টিকিটের দাম বেশি রেখেছিল। কারণ, তারা মনে করেছিলেন যে ভারত ফাইনালে উঠলে তাদের বিশাল ফ্যানবেজের টিকিটের চাহিদা তুলনামূলক বেশি হবে। কিন্তু ভারত ফাইনালে উঠতে না পারায় ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)’ প্রত্যাশিত আর্থিক লাভ করতে পারছে না।

আরো পড়ুন:

মুশফিকুরের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’

দুই উইকেটের জয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টানা তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর বড় দাবিদার ছিল। কিন্তু শেষ পর্বে বাজে পারফরম্যান্সের কারণে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারে। তাতে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যায় ভারত।

ভারতের ফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত ধরেই এমসিসি প্রথমে টিকিটের দাম প্রিমিয়াম পর্যায়ে নির্ধারণ করেছিল। কারণ, আয়োজকরা বিশ্বাস করতেন যে ভারতীয় দর্শকদের চাহিদা বিশাল হবে এবং তারা স্টেডিয়ামের বড় অংশ পূর্ণ করবে। কিন্তু ভারত ফাইনালে যেতে না পারায় এমসিসি সিদ্ধান্ত নেয় টিকিটের দাম কমিয়ে পুরো স্টেডিয়াম ভরানোর।

টিকিটের দাম পুনঃনির্ধারণ করে ৪০ থেকে ৯০ পাউন্ড করা হয়েছে। যা পূর্বনির্ধারিত দামের চেয়ে প্রায় ৫০ পাউন্ড কম। এতে আয় কম হলেও দর্শকদের সংখ্যা ধরে রাখা যাবে। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

এ সময় বিভাগের আওতাধীন ৩ জন জোনাল ম্যানেজার, ৪৭টি শাখা ব্যবস্থাপক এবং ৪টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ