প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের মারধরে পুলিশের এক সহকারী কমিশনার আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। আহত কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী— বিকেল সাড়ে তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে স্মারকলিপি দিতে পদযাত্রা শুরু করেন অর্ধশতাধিক বিভিন্ন ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মী। 

মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার পরই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি ও ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে। এ সময় আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে রমনা জোনের এসি আব্দুল্লাহ আল মামুনের উপর চড়াও হন কয়েকজন। তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি এবং লাথি দিতেও দেখা গেছে। 

অবশ্য, পরে পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচজনকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যেতে দেওয়া হয়।

অন্যদিকে, পুলিশকে মারধর ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের রমনা জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) মীর আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন আহত হয়েছেন। তাকে বেশ মারধর করা হয়েছে। তার পরিহিত গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/মাকসুদ/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদয ত র য় র রমন সহক র

এছাড়াও পড়ুন:

আইপিএলে মাঠেই কেন ব্যাট পরীক্ষা করা হচ্ছে

টি–টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য নেই। এবার আইপিএল শুরুর আগে কথাটা বলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এর আগে–পরে বলেছেন আরও অনেকেই। কারণটা প্রায় সবার জানা। টি–টোয়েন্টিতে এখন দলগুলো ২০০ পেরিয়ে ৩০০ রান তোলার চেষ্টায় মত্ত। রাবাদার মতে, এভাবে চলতে থাকলে খেলাটির নাম ‘ক্রিকেট’ পাল্টে ‘ব্যাটিং’ রাখা উচিত।

রাবাদার এ কথা নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কানেও পৌঁছেছে। তাই গত রোববার জয়পুর ও দিল্লিতে আইপিএলের দুটি ম্যাচে দেখা গেছে অন্য রকম এক দৃশ্য। দুটি ম্যাচেই মাঠের আম্পায়াররা ক্রিজে আসা ব্যাটসম্যানদের ব্যাটের আকার পরীক্ষা করেন। আইপিএলের ইতিহাসে এমন কিছু এর আগে দেখা যায়নি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আইপিএলে এবারই প্রথমবারের মতো মাঠের আম্পায়ারদের ম্যাচের মধ্যেই ব্যাটের আকার পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুনচূড়ান্ত হলো ভারতের বাংলাদেশ সফরের সূচি৫ ঘণ্টা আগে

ব্যাট নিয়মসিদ্ধ আকার অনুযায়ী বানানো হয়েছে কি না, সেটা একটি মাপার বস্তুর মাধ্যমে মাঠেই পরীক্ষা করেন আম্পায়াররা। অতীতে এ পরীক্ষাগুলো ড্রেসিংরুমে করা হতো। কিন্তু রোববার খেলার সময় মাঠেই তা দেখা গেছে। ব্যাটসম্যানদের ব্যাট যদি নিয়ম অনুযায়ী বানানো হয়, তাহলে এ যন্ত্রের সঙ্গে খাপে খাপে মিলে যাবে কিংবা সহজেই এই মাপের মধ্যে প্রবেশ করবে। আকার বড় হলে প্লাস্টিকের এই ত্রিভুজাকৃতির গেজের মধ্যে ব্যাটটি প্রবেশ করবে না কিংবা বাধাপ্রাপ্ত হবে। গেজের গায়ে ব্যাটের নিয়মসিদ্ধ আকারও লেখা আছে—পুরুত্ব ২.৬৮ ইঞ্চি, চওড়া ৪.৩৩ ইঞ্চি, কানা ১.৬১ ইঞ্চি এবং ব্যাটের উল্টো দিকে থাকা বাঁকানো অংশ হবে ০.২০ ইঞ্চির মধ্যে।

ব্যাটের আকার মাপার গেজ

সম্পর্কিত নিবন্ধ