পানির নতুন রূপ তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 11th, March 2025 GMT
পানির তিনটি রূপ সম্পর্কে আমরা জানি। কঠিন (বরফ), তরল ও বাষ্পীয় রূপে পানির অবস্থান দেখা যায়। তবে ভিনগ্রহে পানির আদৌও এমন রূপ রয়েছে কি না, তা নিয়ে অনেক তত্ত্ব চালু আছে। এবার পানির নতুন রূপ ‘প্লাস্টিক আইস সেভেন’ তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। অতীতে বেশ কয়েকটি তাত্ত্বিক মডেলে ‘প্লাস্টিক আইস সেভেন’-এর উপস্থিতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হলেও এবারই প্রথম পানির নতুন রূপ থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেল।
নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ফ্রান্সের ইনস্টিটিউট লাউ-ল্যাঞ্জেভিনের একদল বিজ্ঞানী সম্প্রতি উচ্চ ক্যালিবার যন্ত্র ব্যবহার করে পানিকে ৬ গিগাপ্যাসকেল চাপে ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পানির নতুন রূপ প্লাস্টিক আইস সেভেন তৈরি করতে সক্ষম হয়েছেন। পানির নতুন রূপ তৈরির জন্য বিজ্ঞানীরা কোয়াসি–ইলাস্টিক নিউট্রন স্ক্যাটারিং (কিউইএনএস) পদ্ধতি ব্যবহার করেছেন, যা হাইড্রোজেন পরমাণুর মতো ক্ষুদ্র কণার গতিবিধি শনাক্ত করতে পারে।
গবেষণায় দেখা গেছে, উচ্চ তাপমাত্রা ও চাপের সম্মুখীন হলে প্লাস্টিক আইস সেভেনের মধ্যে হাইড্রোজেন একটি অণুবীক্ষণিক স্তরে ঘুরতে থাকে। এ বিষয়ে পদার্থবিদ মারিয়া রেসিগনো বলেন, প্লাস্টিক আইস সেভেনে তরল পানি ও কঠিন (বরফ) উভয়ের বৈশিষ্ট্য রয়েছে। তাই এমন নামকরণ করা হয়েছে। এতে হাইড্রোজেন পরমাণু কিছুটা বিশৃঙ্খল হলেও এর একটি অনন্য কাঠামো রয়েছে।
গবেষকদের তথ্যমতে, আমাদের সৌরজগতের বরফযুক্ত গ্রহ, যেমন নেপচুন, ইউরেনাস বা বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্লাস্টিক আইস সেভেন থাকতে পারে। এমন সন্ধান বরফযুক্ত গ্রহের ভূগতিবিদ্যা ও বৃহৎ বরফযুক্ত চাঁদের পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল স ট ক আইস স ভ ন
এছাড়াও পড়ুন:
জীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন
জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে কর্মী নিয়োগ দেবে। ৮ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৫৪০ জন কর্মী নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন। আবেদন ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম ও বিবরণ—
১.
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১৭৬টি
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে।
২.
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬৫টি
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৩.
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৯৯টি;
গ্রেড: ২০
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হিসেবে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ১৫ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।
আরও পড়ুননদী গবেষণা ইনস্টিটিউটে নবম গ্রেডে নিয়োগের সুযোগ২ ঘণ্টা আগে