“প্রকাশ্যে চলছে পরিবহনে চাঁদাবাজি” জনবল চেম্বারের, ব্যবসা তাদের!
Published: 11th, March 2025 GMT
রমজানের যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে সাহায্য করতে কমিউনিটি পুলিশের পাশাপাশি ১৮০ জন সদস্য দেয় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
যানজট নিয়ন্ত্রণে চেম্বারের সহযোগীতায় পুরো রমজান মাসব্যাপী চলবে এই কার্যক্রম। রমজানে রোজাদারসহ সকল মানুষের ভোগান্তি রোধে এ কার্যক্রম হাতে নেয় চেম্বার। পাশাপাশি সড়ক দখলমুক্ত রাখতেও নানা উদ্যোগের চেষ্টা করছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এদিকে চেম্বারের এ জনবলকে কাজে লাগিয়ে ব্যবসায় মেতে উঠেছে এক শ্রেণীর পরিবহন চাঁদাবাজরা। তারা চেম্বারের দেয়া জনবলকে নিজেদের দাবি করে যানবাহন বিশেষ করে অটো রিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। বর্তমানে পুরো শহর ছেয়ে গেছে এ চাঁদবাজরা।
শহরের ২নং রেলগেট, ১নং রেলগেট, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, চাষাঢ়া চত্বর, মহিল কলেজ সংলগ্ন এলাকা ও তোলারাম কলেজ মোড় সহ বিভিন্ন পয়েন্টে দেখা মিলছে এ চাঁদাবাজদের। তেমনি এক চিহ্নিত চাঁদাবাজ হলো মো: সাইদ। যিনি চেম্বারের ওই জনবলকে নিজেদের জনবল দাবি করে অটো রিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।
শহরের চাষাঢ়ার মত এলাকায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে তিনি অনেকটা প্রকাশ্যেই এ চাঁদাবাজি করে যাচ্ছেন।
এ বিষয়ে সচেতন নগরবাসীর বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা আজ যে দেশ দেখতে পাচ্ছি। তা আমরা কখনোই কল্পনা করিনি। প্রশ্ন জাগে, তারা সেদিন বুকের তাজা রক্ত দিয়েছিলো কি এ বাংলাদেশের জন্য? কিছুইতো বদল হলো না। এখনও এ দেশে চাঁদাবাজী, দখলবাজী ও নারী-শিশু ধর্ষণসহ নানা অপকর্ম চলছে। তাহলে লাভ কি হলো?
আমরা চাই, এসব সকল অপকর্মকারিদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। আমরা এদেশে বিশেষ করে আমাদের এ নারায়ণগঞ্জে আর কোন প্রকার চাঁদাবাজী দেখতে চাই না, আর কোন দখলবাজ দেখতে চাই না, আর কোন ধর্ষণের ঘটনা দেখতে চাই না। আমরা এসব অপকর্মকারিদের কঠোর হস্তে দমন করে একটি সুন্দর ও নির্মল বাংলাদেশ গড়ে তোলতে প্রশাসন থেকে শুরু করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সচেতন নগরবাসী আরও বলেন, তাদের কত বড় সাহস হলে চাষাঢ়ার মত জায়গা জনবল দেয়ার কথা বলে চাঁদাবাজি করছে। এসব কি পুলিশ প্রশাসনের চোঁখে পড়ছে না। যদি পড়ে তাহলে বলবো, দয়া করে আর নিরব থাকবেন না। এবার দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে একটু সক্রিয় হোন। এসব চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যাতে নতুন এ দেশে আর কোন চাঁদাবাজদের জন্ম না হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আর ক ন ব যবস
এছাড়াও পড়ুন:
সাংবাদিক রবিন ও জীবনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র নিন্দা
সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির সদস্য দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও নিউ এইজ এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবনকে জড়িয়ে একের পর এক কাল্পনিক তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ এর কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বলা হয়, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় ০১ মার্চ ২০২৫ থেকে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করছে। যা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। এবং যুগের চিন্তা পত্রিকায় কর্মরত স্টাফরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই প্রচারনা চালাচ্ছে তাদের নিয়ে। আমরা এই সকল প্রকাশ ও প্রচারণারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা মনে করি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ার ও সুনাম নস্ট করার জন্য এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে।
একজন পেশাদার সাংবাদিককে জড়িয়ে কোন প্রকার যাচাই-বাছাই ছাড়া বায়বীয় তথ্য নির্ভর সংবাদ প্রকাশ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এবং গণমাধ্যমের কন্ঠরোধ করার নামান্তর। আশাকরি ভবিষ্যতে এ ধরনের কল্পকাহিনী প্রকাশ ও প্রচার থেকে সংশ্লিষ্ট পত্রিকা ও তাদের স্টাফরা বিরত থাকবেন।