ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট; অপরিহার্য হয়ে উঠেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চ্যাম্পিয়নস ট্রফি শেষে এবার এই লেগি ব্যস্ত ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেই জয়ে রেখেছেন ভূমিকা। ব্যাট হাতে ১৭ রানের পাশাপাশি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। মঙ্গলবার বিরতির দিনে এক ভিডিও বার্তায় রিশাদ জানিয়েছেন যেখানেই খেলেন না কেন তার ইচ্ছা থাকে একটাই।

কি সেই ইচ্ছা? রিশাদ বলেন, “আসলে আমি যখন যেখানে খেলি জাতীয় দল বা যেখানে খেলি না কেন। আমার একটা ইচ্ছা থাকে যেন দলের জন্য খেলতে পারি। দলকে যেন জেতাতে পারি সেরকম আমার লক্ষ্য থাকবে। আমি যেন দলের জন্য খেলতে পারি এবং পুরোটা যেন দিতে পারি।’’

আরো পড়ুন:

আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের

যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা

শুধু তাই নয় সতীর্থদেরও বার্তা দিয়েছেন এক হয়ে খেলার জন্য, “আমার মেসেজ একটাই থাকবে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি। আমরা ১১ জন যেন মাঠে শতভাগ দিই। এবং যে যার প্রসেসে খেলে তাহলে ইন-শা-আল্লাহ হবে।”

মিরপুরে প্রাইম ব্যাংক নিজেদের তৃতীয় খেলায় ব্রাদার্সের বিপক্ষে ৪২২ রানের পাহাড়সম সংগ্রহ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়ে। তরুণ ক্রিকেটারদের নিয়ে এবার বেশ শক্ত দল গড়েছে প্রাইম ব্যাংক। রিশাদ মনে করেন সব দিক থেকেই তার দলে ব্যালেন্স আছে।

“আমার কাছে মনে হয় যে দল শতভাগ ব্যালেন্স আছে। ব্যাটিং, বোলিং বা সব মিলে। সবাই যদি সবার সেরাটা দিতে পারি। আমরা সবাই যদি নিজেদের সোরাটা দিতে পারি তাহলে কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না আশা করি।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত

কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িটির নিচে চাপা পড়ে মারা গেছেন নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) নামে এক মোটরসাইকেল মেকানিক।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন এতথ্য জানান।

মারা যাওয়া নারায়ণ চন্দ্র বিশ্বাস (৫৮) সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।

আরো পড়ুন:

রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি সংলগ্ন লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজ দোকানের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। এ সময় ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাতে উঠে নারায়ণ চন্দ্র বিশ্বাসকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।” 

তিনি আরো বলেন, “ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ