কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
Published: 11th, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর লঞ্চঘাট সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা সিরাজী'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জলিল, শিক্ষা ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ সাত্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ জলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত শিকদার, সাবেক সহ- সভাপতি রুহুল সরকার, কালাপাহাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মোনা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.
এছাড়াও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ইফত র ন ব এনপ র ব এনপ র স র সহ স য বদল ইফত র রহম ন
এছাড়াও পড়ুন:
পৃথক মামলায় আবার রিমান্ডে পলক, সোলাইমান ও সাফি
পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।
এর আগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় জুনাইদ আহ্মেদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে জুনাইদ আহ্মেদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শাহিনুর রহমান হত্যা মামলায় সুলাইমান সেলিমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রামপুরা থানায় দায়ের করা আবদুল্লাহ আল নাহিন হত্যাচেষ্টা মামলায় সাফি মোদাসসিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানার একটি মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানসহ অন্যরা গ্রেপ্তার হন।