কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
Published: 11th, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষে আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ মার্চ) কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর লঞ্চঘাট সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা সিরাজী'র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জলিল, শিক্ষা ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আঃ সাত্তার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ জলিল, সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত শিকদার, সাবেক সহ- সভাপতি রুহুল সরকার, কালাপাহাড়িয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান মোনা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.
এছাড়াও কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ইফত র ন ব এনপ র ব এনপ র স র সহ স য বদল ইফত র রহম ন
এছাড়াও পড়ুন:
টেকনাফে পাহাড়ি এলাকায় দিনমজুর অপহৃত
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন এক দিনমজুর।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকায় তাকে অপহরণ করা হয়। এ সময় দুজন দিনমজুর অপহরণকারীদের ধাওয়া খেয়ে পালিয়ে আসতে সক্ষম হন। অপহৃত দেলোয়ার হোসেন (২৫) মারিশবনিয়া মৃত আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ জানিয়েছেন, সকালে তিন জন দিনমজুর লাকড়ি আনতে পাহাড়ে গেলে একদল অপহরণকারী তাদের ধাওয়া দেয়। এ সময় এক জনকে অপহরণ করা হয় এবং বাকি দুই জন দৌড়ে পালিয়ে আসে।
তিনি বলেন, “এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেছি।”
মোহাম্মদ ফরিদ উল্লাহ জানান, মারিশবনিয়া পাহাড়-সংলগ্ন এলাকা হওয়ায় এখানে প্রায়ই অপহরণ হয়। তাই, পাহাড়ি এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল নিশ্চিত করা জরুরি।
ঢাকা/তারেকুর/রফিক