ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স পছন্দ করে না: নুরুল ইসলাম
Published: 11th, March 2025 GMT
ইসলামী ছাত্রশিবির অতিমাত্রার পলিটিক্স পছন্দ করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের দাওয়াতি সংগঠন ‘মিনার’ আয়োজিত ২০ দিনব্যাপী দারসুল কোরআন ও গণ-ইফতার কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমরা কোন দলাদলি, মারামারি, খুনাখুনি চাই না। ইসলামী ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স করতে বিশ্বাস করে না এবং মোটেও পছন্দ করে না। আমাদের অজস্র কাজের মাঝে পলিটিক্স ছোট্ট একটি পার্ট। আমরা আরো শতশত কাজ করি। ছাত্রগঠন, ছাত্রকল্যাণ, স্কিল ডেভেলপমেন্ট ও একজন ছাত্রকে নৈতিকতায় সমৃদ্ধ মানবসম্পদে রূপান্তরিত করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণমুখী একজন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে এ প্রতিষ্ঠান।”
আরো পড়ুন:
ধর্ষণের বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিবাদী কণ্ঠ
২৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তিনি আরো বলেন, “ছাত্রশিবিরকে আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন বলি না। এটা একটি ভিন্ন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে এলে নৈতিকতা, সততা ও আন্তরিকতা সৃষ্টি হয়। আমাদের এ আঙিনায় আপনাদের স্বাগত জানাই।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ গণ-ইফতার প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। আগামী ২০তম রমজান পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে মিনার কর্তৃপক্ষ।
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫
রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক আম বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হন।
হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।