ফতুল্লার পঞ্চবটীতে ইফতেখার আহাম্মদ ফরিদ ওরফে মাস্তান ফরিদের বিরুদ্ধে  চাঁদাবাজি লুটপাটের অভিযোগ করেছেন গফুর সুপার মার্কেটের ব্যবসায়ীরা।  গত কয়েকদিন ধরেই ফরিদসহ মাদক ব্যবসায়ী রুবেল, প্রাঙ্গনসহ স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় লুটপাট ও জোর করে চাঁদা আদায় করে ফরিদ ও তার সন্ত্রাসী বাহিনী।  

এ ঘটনায় সোমবার রাতে গফুর সুপার মার্কেটের সকল ব্যবসায়ীরা ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বরাবর অভিযোগ করেন। এসময় ওসি শরীফুল ইসলাম চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ যাবৎ ফরিদ নিয়মিত চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জোর করে ক্যাশ বক্সে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় ফরিদ।  টাকা না দিলে ব্যবসায়ীদের মারধরও করা হয়। 

স্থানীয়রা জানান, ফরিদ পঞ্চবটী এলাকার চিহ্নিত সন্ত্রাসী।  হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। তাই তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবস য়

এছাড়াও পড়ুন:

পৃথক মামলায় আবার রিমান্ডে পলক, সোলাইমান ও সাফি

পৃথক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে জুনাইদ আহ্‌মেদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শাহিনুর রহমান হত্যা মামলায় সুলাইমান সেলিমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রামপুরা থানায় দায়ের করা আবদুল্লাহ আল নাহিন হত্যাচেষ্টা মামলায় সাফি মোদাসসিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানার একটি মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানসহ অন্যরা গ্রেপ্তার হন।

সম্পর্কিত নিবন্ধ