প্রথমবারের মতো হার্ভার্ড হেলথ সিস্টেমস ইনোভেশন হ্যাকাথন ২০২৫ (এইচএসআইএল) এর আঞ্চলিক হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। 

গত ০৪ মার্চ ২০২৫ হার্ভার্ড এইচএসআইএল কর্তৃপক্ষের তারিখে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইউআইইউ বাংলাদেশে প্রথম এই স্বীকৃতি অর্জন করে।

হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL) এর সহযোগিতায় আয়োজিত এ হ্যাকাথন বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ গ্লোবাল হ্যাকাথন বিশ্বের সেরা উদ্ভাবকদের একত্রিত করে উচ্চমূল্যের স্বাস্থ্য ব্যবস্থা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে কাজ করবে। পূর্বের হ্যাকাথনগুলোতে আফ্রিকায় ডিজিটাল হেলথ, এশিয়া ও ল্যাটিন আমেরিকায় ডায়াবেটিস কেয়ারের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সমাধানে যুগান্তকারী উদ্ভাবনগুলো বিকাশ লাভ করেছে। 

২০২৫ সালের হ্যাকাথনের মূল প্রতিপাদ্য হলো— উচ্চমূল্যের স্বাস্থ্য ব্যবস্থা গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ উদ্যোগের অংশ হিসেবে যুক্ত হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো হার্ভার্ড ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অব সিডনি (অস্ট্রেলিয়া), কিংস কলেজ লন্ডন (যুক্তরাজ্য), কচ ইউনিভার্সিটি (তুরস্ক), সিনহুয়া ইউনিভার্সিটি (চীন) এবং এনটিইউ সিঙ্গাপুর।

আগামী ১১-১২ এপ্রিল অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাল্টিডিসিপ্লিনারি দল গঠন করে এআই চালিত স্বাস্থ্যসেবা সমাধান উদ্ভাবনে কাজ করবে। অভিজ্ঞ মেন্টরদের সহযোগিতায় আইডিয়াগুলো শাণিত করা হবে এবং তা বিচারকদের সামনে উপস্থাপন করা হবে। প্রতিটি আঞ্চলিক হাবের বিজয়ী দলগুলো গ্লোবাল মূল্যায়ন পর্বে অংশ নেবে। সবচেয়ে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো এইচএসআইএল ভেঞ্চার ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে, যেখানে চার সপ্তাহের মেন্টরশিপ, ফান্ডিং স্ট্রাটেজি ও বাজার সম্প্রসারণের সুযোগ প্রদান করা হবে।

এ হ্যাকাথনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, তরুণ পেশাজীবী এবং উদীয়মান স্টার্টআপগুলো সহ সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা, পাবলিক হেলথ, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং বিজনেসসহ বিভিন্ন ক্ষেত্র থেকে আসার সুযোগ রয়েছে।

অংশগ্রহণকারীরা ৩-৫ সদস্যের দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে, যেখানে নতুন ও প্রাথমিক পর্যায়ের আইডিয়াগুলোকে গুরুত্ব দেওয়া হবে। সম্পূর্ণ সমাধানের চেয়ে সম্ভাবনাময় নতুন ধারণার বিকাশই এখানে মূল লক্ষ্য।

অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ২১ মার্চ পর্যন্ত। বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়েছে।

আঞ্চলিক হাব হওয়ার বিষয়ে ইউআইইউ কর্তৃপক্ষ বলছে, ইউআইইউ এর ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং আইসিটি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের সহায়তায় এটা সম্ভব হয়েছে। এ হ্যাকাথনের বাংলাদেশ হাব পার্টনার হওয়ার মাধ্যমে আইরিক ইউআইইউ এর উদ্ভাবন-ভিত্তিক গবেষণা ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউন ভ র স ট গ রহণ

এছাড়াও পড়ুন:

শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো

স্প্যানিশ লা লিগায় সবশেষ এই ধরনের ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার শেষ পর্যন্ত শিরোপা জিতে অ্যাতলেটিকো মাদ্রিদ। সুদীর্ঘ ১০ মৌসুম পরে আবারও সেই উত্তাপ টের পাচ্ছে লা-লিগা। প্রথম তিন দলের পয়েন্টের পার্থক্য ৩, এমন একটা সমীকরণ নিয়ে রবিবার (৯ মার্চ, ২০২৫) মাঠে নেমেছিল অ্যতলেটিকো। গেটাফের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে হেরে এলো দিয়েগো সিমিওনের দল।

শীর্ষে উঠার সুবর্ণ সুযোগ নিয়ে গেটাফের মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। গোটা ম্যাচেই দুই দলের কঠিন লড়াই হলো। একদম শুরু থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ম্যচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ।

আরো পড়ুন:

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার

ম্যাচের ৮৮তম মিনিটে ফাউল করে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন উইঙ্গার অ্যানজেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখেন। সেই সুযোগে স্বাগতিকদের সমতায় ফেরান মাউরো আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেটিকোকে স্তব্দ করে দেন আরামবারি। দ্বিতীয় গোল করে গেটাফের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের ফলে ২৭ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অ্যাটলেতিকো। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও সমান ৫৭ পয়েন্ট, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে লস ব্ল্যাঙ্কসরা।

আসছে বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে মেট্রোপলিতানোতে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে অ্যাতলেটিকো। আগের লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস রোজাব্ল্যাঙ্কসদের।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারী সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (১২ মার্চ ২০২৫)
  • ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার অভিযোগ ডিএমপির
  • নতুন বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত নেইমার
  • ফরিদপুরে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন, দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি
  • আজ টিভিতে যা দেখবেন (১১ মার্চ ২০২৫)
  • সর্বোচ্চ ১০ লাখ বেতন তাসকিনের, ১০ হাজার বেড়ে শান্তর ৮ লাখ 
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, বাকিরা কে পাবেন কত টাকা
  • শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো